ক্লোজ ম্যাচগুলোতে আগের চেয়ে উন্নতি হয়েছে: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিবের দুবাইকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর
৮ ঘন্টা আগে
টি-টোয়েন্টি ক্রিকেটে অসংখ্য ম্যাচই শেষ মুহূর্তে গিয়ে হেরেছে বাংলাদেশ। যদিও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেছে ব্যতিক্রম চিত্র। দুটো ক্লোজ ম্যাচ খেলেছে সাকিব আল হাসানের দল। জিতেছেও দুটিতেই। এটাকেই ইতিবাচক বলছেন বাংলাদেশের অধিনায়ক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি অবশ্য সেই অর্থে 'ক্লোজ' নয়। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ তিন বলে ১৮ রানের প্রয়োজন ছিল ডাচদের। সৌম্য সরকারের সেই ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে দেন ভ্যান মিকিরান।

শেষ দুই বলে দরকার ছিল ১২ রান। যদিও শেষ পর্যন্ত ৯ রানে জিতে বাংলাদেশ। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে ৫ রান লাগত রোডেশিয়ানদের। নাটকীয়তায় ভরা ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ৩ রানে।
কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন
২ ঘন্টা আগে
সাকিব বলেন, 'জিতলে তো অবশ্যই ভালো লাগে। টি-টোয়েন্টিতে বেশিরভাগ ম্যাচেই শেষ ভা সেকেন্ড লাস্ট ওভারে নির্ধারিত হয়। এখানে ক্লোজ ম্যাচই বেশি হবে। নার্ভ ধরে রাখা ইম্পরট্যান্ট। আগে আমরা এই পরিস্থিতিতে গিয়ে ক্লোজ ম্যাচ হেরে যাচ্ছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়ানো শিখছি। বলব না শিখে গেছি। তবে একটু তো উন্নতি আছেই। আগে যেখানে হেরে যেতাম ওখানে জেতা শুরু করেছি।'
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলন করতে গিয়ে প্রায়ই বৃষ্টির বাগড়ায় পড়তে হচ্ছে টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও অনুশীলন বাতিল হয়েছে সাকিবদের। এ নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন সাকিব।
তিনি বলেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচের আগপর্যন্ত অনুশীলনের যা সুযোগ থাকে। ম্যাচ শুরু হয়ে গেলে আর প্রস্তুতির এত সুযোগ থাকে না হোক তা ক্রিকেট বা ফুটবল। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। এখানেই যতটুক প্রস্তুত থাকা সম্ভব সবাই সেই চেষ্টাই করছে। এখানে গুরুত্বপূর্ণ হল যত বেশি ফ্রেশ থাকা যায় মানসিক ও শারীরিকভাবে, যাতে মাঠে শতভাগ দেওয়া যায়।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটি করে ম্যাচ জিতেছে ভারত ও বাংলাদেশ। দুই দলই হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে।