হোটেল রুমের ভিডিও সোশ্যাল মিডিয়ায়, ক্ষুব্ধ কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

৮ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও। যদিও বিষয়টি ভালোভাবে নেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।


তিনি ইন্সটাগ্রামে এক পোস্টে তার গোপনীয়তা ভাঙার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ধারণা করা হচ্ছে হোটেলের রুম সার্ভিসের কেউ চুপিচুপি কোহলির রুমের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই কাণ্ডে অস্বস্তি বোধ করছেন ভারতীয় এই ব্যাটার।


promotional_ad

তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারছি যে ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকেন এবং আমি সব সময়ে এটার প্রশংসা করে থাকি। কিন্তু এখানে এই ভিডিওটি বিপজ্জনক। এটা আমার গোপনীয়তা নষ্ট করেছে। এটা অস্বস্তিকর এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’


আরো পড়ুন

৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি

৯ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজার সঙ্গে আলাপচারিতায় কোহলি, ফাইল ফটো

রবিবার ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে ভারত। যদিও এর আগে টানা দুই জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ভারত। হারের পর নিজের হোটের রুমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি কোহলি।


সবার গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়ে কোহলি লিখেছেন, ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তাহলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এই ধরনের সম্পূর্ণ ভাবে গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে সবার গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’


এর আগেও একবার স্টেডিয়ামে উপস্থিত স্ত্রী আনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোহলি। খেলোয়াড় ও সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি না মারার পরামর্শ দিয়েছিলেন মিডিয়াকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball