‘সূর্যের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার
১৮ জুন ২৫
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সব ইনিংস খেলে দ্যুতি ছড়াচ্ছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারের প্রশংসা করে সম্প্রতি স্টিফেন ফ্লেমিং মন্তব্য করেছেন, সূর্যের দুর্বলতা খুঁজে বের করা যেকোনো বোলারের জন্যই অনেক কঠিন।
পার্থে সাউথ আফ্রিকার বিপক্ষে সূর্যের ইনিংসটাই মন ছুঁয়েছে ফ্লেমিংয়ের। ম্যাচে ৪০ বলে ৬৮ রান করেন সূর্য। অপরদিকে লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা সম্মিলিতভাবে ৮০ বল খেলে করেন ৫৭ রান!

সূর্যের অসাধারণ ইনিংসে ৯ উইকেটে ১৩৩ রান তোলে ভারত। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ হারে তারা। ম্যাচটি হারলেও সূর্যের প্রশংসা করতে ভোলেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং।
তিনি বলেন, 'সূর্য খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে। সে খুবই আগ্রাসী স্টান্স নিয়ে দাঁড়ায়, যার কারণে যেসব জায়গায় কেউ শটস খেলে না সেখানে সে খুব সহজেই খেলতে পারে। সে এমন এক কৌশল বের করে নিয়েছে যার কারণে বোলারদের সঠিক লেংথে বল করতে কষ্ট হচ্ছে।'
'তারা যদি ফুল লেংথে বোলিং করে তাহলে সে কভারে খেলবে। তারা যদি শর্ট লেংথে বোলিং করে তাহলে সে তাদের থার্ড ম্যান বা পয়েন্ট অঞ্চলে খেলবে। সে শর্ট বল খুবই ভালো খেলে। সূর্য এমনভাবে এসব কৌশল রপ্ত করেছে যে তার দুর্বলতা খুঁজে বের করা কঠিন।'
আসরে এটি সূর্যের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এর আগের ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য।