হারের দায় রোহিত-কোহলিকে দিলেন ভুবনেশ্বর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

৮ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

সাউথ আফ্রিকার বিপক্ষে অল্প রানের পুঁজি নিয়েও বোলিংয়ে দারুণ শুরু করেছিল ভারত। পাওয়ার প্লেতেই প্রোটিয়াদের টপ অর্ডার গুড়িয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয়েছে তাদের। ম্যাচ শেষে ভুবনেশ্বর কুমারও স্বীকার করেছেন বাজে ফিল্ডিংয়ের কারণেই জয় হাতছাড়া হয়েছে। যেখানে দায় ছিল বিরাট কোহলি-রোহিতদের।


রান তাড়ায় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তখন ঘোর আন্ধকারে। এমন সময় খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন এইডেন মার্করাম এবং ডেভিড মিলার। চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকাকে জয়ের পথে রাখেন এই দুই মিডল অর্ডার ব্যাটার।


promotional_ad

অথচ তার আগেই সাজঘরে ফিরতে পারতেন এই দুই ব্যাটারই। ১২তম ওভারে অশ্বিনের বলে মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দেন মার্করাম। সোজা হাতে গিয়ে পড়া বলটি দুইবারের চেষ্টাতেও মুঠোয় রাখতে পারেননি কোহলি। 


পরের ওভারে আরও অবাক করেন অধিনায়ক রোহিত। সিঙ্গেলের জন্য দৌড়ানো মিলারকে পরিষ্কার রানআউট করার সুযোগ ছিল তাঁর সামনে। হেঁটে গিয়ে উইকেট ভাঙলেও হয়তো রানআউট করতে পারতেন রোহিত, এমন দূরত্ব থেকেই কিনা তিনি করলেন এলোমেলো এক থ্রো।


ভুবনেশ্বর বলেন, 'হ্যাঁ। ক্যাচ নিতে পারলে ফলটা ভিন্ন হতে পারত। ক্যাচ ম্যাচ জেতায়। ওই ক্যাচ ধরতে পারলে ব্যবধান তো হতোই। ‘ফিল্ডিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।'


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে ভারত। যেখানে ৪০ বলে ৬৮ রান করে দলের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাউথ আফ্রিকার হয়ে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball