শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে হারালো সাউথ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
৮ ঘন্টা আগে
জয়ের জন্য শেষ ওভারে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৬ রান। শেষ ওভারে ডট দিয়ে ওভার শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে কোনো রকমে এক রান নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইক দেন ওয়েন পার্নেল। তখন সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৫ রানের। তৃতীয় বলে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে চার মেরে ম্যাচ ড্র করেন মিলার। পরের বলে এক রান নিয়ে ইনিংসের শেষ পেরকটাও টুকেন এই প্রটিয়া হার্ডহিটার। এর ফলে ৫ উইকেটের জয় পায় টেম্বা বাভুমার দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সাউথ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই কুইন্টন ডি কককে সাজঘরে ফেরান আর্শদ্বিপ সিং। এক বল পর ডাক মেরে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরি করা রাইলি রুশো।

৩ রানে ২ উইকেট হারিয়ে দল যখন ধুকছে, তখন দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফেরেন টেম্বা বাভুমা। অধিনায়কে ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১০ রান। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তখন ঘোর আন্ধকারে। এমন সময় খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন এইডেন মার্করাম এবং ডেভিড মিলার।
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৪ জুলাই ২৫
চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকাকে জয়ের পথে রাখেন এই দুই মিডল অর্ডার ব্যাটার। ৪১ বলে ৫১ রান করে মার্করাম সাজঘরে ফিরলে ভাঙ্গে এই জুটি। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিলার। তিনি অপরাজিত ছিলেন ৪৬ বলে ৫৯ রান করে।
শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। ভারতের হয়ে ২৫ রানে ২ উইকেট শিকার করেছেন আর্শদ্বিপ। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে ভারত। যেখানে ৪০ বলে ৬৮ রান করে দলের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাউথ আফ্রিকার হয়ে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি।