কাউন্টির অভিজ্ঞতা কাজে লেগেছে: শাদাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন শাদাব

২ জুলাই ২৫
ফাইল ছবি

পাওয়ার প্লেতে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট পেয়েছেন শাদাব খান। মিডল ওভারেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। রানের চাকা আটকে রাখার পাশাপাশি এই ম্যাচে নামের পাশে যোগ করেছেন মোট তিন উইকেট। সবমিলিয়ে ম্যাচ সেরা হওয়া এই ক্রিকেটার জানিয়েছেন, ইংলিশ কাউন্টিতে খেলার অভিজ্ঞতা ডাচদের বিপক্ষে ম্যাচে তাকে বাড়তি সুবিধা দিয়েছে।


চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করেছিল পাকিস্তান। এরপর তারা জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে এক রানে হেরে যায়। ফলে ২ ম্যাচ খেলেও জয় বঞ্চিত ছিল তারা। অবশেষে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্ব আসরে প্রথম জয়ের দেখা পেল বাবর আজমের দল। যেখানে বড় অবদান শাদাবের।


promotional_ad

আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভোগেছে নেদারল্যান্ডস। পার্থে পাকিস্তানি পেসারদের সামলাতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ডাচদের। এমনকি শাদবকেও স্বাছন্দ্যে খেলতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। এই লেগ স্পিনার একাই তিন উইকেট শিকার করেছেন।


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

১৩ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

ম্যাচ শেষে শাদাব বলেন, ‘উইকেটটা ভালো ছিল। আমি শুধু স্টাম্পে বল করার চেষ্টা করেছি। গত নেদারল্যান্ডস সফরে ও কাউন্টি ক্রিকেটে এদের বিপক্ষে বল করার অভিজ্ঞতা কাজে লেগেছে।’


নেদারল্যান্ডসের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরে গেছেন বাবর আজম। একশোর নিচের লক্ষ্য মাত্রা তাড়ায় ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে পাকিস্তান। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটারদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি পাকিস্তান অধিনায়ক।


বাবর বলেন, 'জিতলে আত্মবিশ্বাস বাড়ে। তবে আমরা এর রান তাড়ায় এর চেয়ে ভালো ছিলাম। এই ম্যাচের ইতিবাচক দিকগুলো সামনের ম্যাচে কাজে লাগবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball