অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
১৪ ঘন্টা আগে
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করেছিল পাকিস্তান। এরপর তারা জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে এক রানে হেরে যায়। ফলে ২ ম্যাচ খেলেও জয় বঞ্চিত ছিল তারা।
অবশেষে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্ব আসরে প্রথম জয়ের দেখা পেল বাবর আজমের দল। আগে ব্যাট করে ৯ উইকেটে ৯১ রান সংগ্রহ করেছিল নেদারল্যান্ডস।

ছোটো পুঁজি তাড়া করে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে মোহাম্মদ রিজওয়ান-শান মাসুদদের। জয় পেতে তাদের ১৩.৫ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। পাকিস্তানের শুরুটা ভালো ছিল না এই ম্যাচে।
তারা দলীয় ১৬ রানেই হারায় বাবর আজমের উইকেট। এরপর ফখর জামানকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। যদিও ফখর ২০ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে পাকিস্তান।
রিজওয়ান এক রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন ৪৯ রান করে। শেষ দিকে শান মাসুদও আউট হয়েছেন ১২ রান করে। ইফতেখার আহমেদ ৬ ও শাদাব খান ৪ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন।
নেদারল্যান্ডসের হয়ে একাই দুটি উইকেট নিয়েছেন ব্রেন্ডন গ্লোভার। একটি উইকেট পেয়েছেন পল ভ্যান মিকরেন। এর আগে ব্যাট হাতে ডাচদের হয়ে দুই অঙ্কে পৌঁছেছেন কেবল দুজন ব্যাটার।
সর্বোচ্চ ২৭ রান করেছেন কলিন অ্যাকারম্যান। ১৫ রান এসেছে স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন শাদাব খান, ২টি উইকেট পেয়েছেন ওয়াসিম জুনিয়র। আর একটি করে উইকেট গেছে শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ঝুলিতে।