চাপে ছিলাম না: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

৬ জুলাই ২৫
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবারই প্রথমবার হাফ সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ম্যাচজয়ী এই ইনিংস খেলার পর শান্ত জানালেন, ম্যাচের আগে তেমন চাপে ছিলেন না তিনি।


এ নিয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন শান্ত। আর কাঙ্খিত হাফ সেঞ্চুরিটি পেলেন ১৫ তম ইনিংসেই। সাতটি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটিতে ৭১ রান করেছেন ৫৫ বল খেলে।


promotional_ad

স্বাভাবিকভাবেই ম্যাচটির আগে তার চাপে থাকার কথা ছিল। যেহেতু সাম্প্রতিক সময়ে ওপেনাররা বড় রান পাচ্ছিলেন না, উদ্বোধনী জুটি বড় হচ্ছিল না; সেক্ষেত্রে শান্তর চাপে পড়াটাই বরঞ্চ স্বাভাবিক ছিল। যদিও শান্ত জানালেন ভিন্ন কথা।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি অনেক চাপে ছিলাম বললে ভুল হবে। অনেক চাপে ছিলাম না। কারণ টিম ম্যানেজমেন্ট থেকে অধিনায়ক, সিনিয়র খেলোয়াড় সবাই পাশে ছিল। সবাই সমর্থন দিচ্ছিল। ওইরকম চাপে ছিলাম তা না। আর আমার ইনিংস নতুন কিছু করতে চাইনি। শুরু হচ্ছিল, লম্বা হচ্ছিল না। এটাই মাথায় ছিল যে যদি শুরু পাই যেন লম্বা করতে পারি।'


'আসলে এটা তো দলের পরিকল্পনা। দলের পরিকল্পনা এখানে বলতে চাই না কীভাবে ব্যাট করতে চাই। পরের ম্যাচে এমন হতে পারে যে শুরুর দিকে অনেক রান করা লাগতে পারে। একেকদিন একেরকম হতে পারে। দলের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলার চেষ্টা করব।'


জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয় পাওয়ায় ২ নম্বর গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে গেলো বাংলাদেশ। আসরের মূল-পর্বের বাকি দুই ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball