পাকিস্তানও হারতে পারে, নেদারল্যান্ডসের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
১৪ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। যদিও দ্বিতীয় পর্বে দুই ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের দেখা পায়নি ডাচরা। রবিবার তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে।
এই ম্যাচে মাঠে নামার আগে বাবর আজমের দলকে রীতিমত হুমকি দিয়ে রেখেছেন নেদারল্যান্ড দলের প্রধান কোচ রায়ান কুক। তিনি মনে করছেন পাকিস্তানকেও হারানো সম্ভব।

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে এক রানে হেরেছে তারা। জিম্বাবুয়ের সেই জয়কেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন নেদারল্যান্ডস কোচ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার মনে হয় প্রতিটি দলই জিততে চায়। কিন্তু হ্যাঁ আমরা দেখেছি পাকিস্তান দলও হারতে পারে। এটা জেনে রাখা ভালো।'
পাকিস্তান দলে রয়েছেন এক ঝাঁক গতিময় পেসার। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও ওয়াসিম জুনিয়রের বোলিংয়ের সামনে কিভাবে ডাচ ব্যাটারদের লড়তে হবে এই নিয়েও পরিকল্পনা করে ফেলেছেন কুক।
নিজেদের পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের এই কোচ বলেন, 'পাকিস্তানের পেসারদের অনেক গতি রয়েছে এবং আমরা এর আগেও তাদের বিপক্ষে খেলেছি তাই আমরা জানি তারা আমাদের নিয়ে কি পরিকল্পনা করবে।'
'তাদের আক্রমণে অনেক বৈচিত্র্য রয়েছে। তাই তাদের ওপর আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অবশ্যই ভিন্ন ভিন্ন ব্যাটারদের নিজেদের ভিন্ন পরিকল্পনা নিয়ে হাজির হবে তাদের বিপক্ষে। নেটেও তারা অনুশীলনে করছে। আগামীকালের ম্যাচে আমরা এগুলোর প্রয়োগ করতে চাই।