ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে প্রথমবার চন্দরপল, ফিরলেন চেজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩০ রানের নিচে অল আউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক: চেজ

১৫ জুলাই ২৫
আউট হয়ে মাঠ ছাড়ছেন রস্টন চেজ, ফাইল ফটো

কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও অস্ট্রেলিয়াতে যাচ্ছে নিকোলাস পুরানরা। যেখানে অজিদের সঙ্গে দুটি টেস্ট খেলবে ক্যারিবিয়ানরা।


অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। যেখানে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন ত্যাগনারাইন চন্দরপল। ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রস্টন চেজ এবং মিডল অর্ডার ব্যাটার শামাহ ব্রুকসকে।


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের চারদিনের চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছেন চন্দরপল। ৭৩.১৬ গড়ে ৫ ম্যাচে ৪৩৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করা তরুণ এই ব্যাটারের দুটি সেঞ্চুরিও রয়েছে। এর আগে সেন্ট লুসিয়াতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি।


বছরখানেক ধরেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই চেজ। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয় জার্সিতে সাদা পোশাকের ম্যাচ খেলেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়া সফর দিয়ে বছরখানেক পর দলে ফেরানো হয়েছে তাকে।


দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১০ নভেম্বর অস্ট্রেলিয়াতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ নভেম্বর পার্থে প্রথম টেস্ট ্ এবং ৮ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।


ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যার্থওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, শামাহ ব্রুকস, ত্যাগনারাইন চন্দরপল, রস্টন চেজ, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপস, রেইমন রেইফার, কেমার রোচ, জেডেন সিলস এবং ডেভন থমাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball