দলের ভিতটা গড়া হয়েছে: শ্রীরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম
২৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে গত কয়েক মাস ধরেই চলছিল পরীক্ষা-নিরীক্ষা। বিশেষ করে টপ অর্ডারে। ওপেনিংয়েতো পরিবর্তন এসেছে রীতিমতো ম্যাজিকাল চেয়ারের মতো। যা অব্যাহত ছিল সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে এই পরীক্ষা-নিরীক্ষার পাঠ চুকিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার নিজেদের পরিকল্পনায় স্থির থাকবেন তারা। শ্রীধরন শ্রীরামের মতে, দলের ভিত গড়া হয়ে গেছে।
গত অগাস্টে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে শ্রীরামকে দায়িত্ব দেয়া হয়। মূলত তিনি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হলেও প্রধান কোচের ভূমিকা পালন করেন। বাংলাদেশে আসার পর শ্রীরামের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়া কাপ।

এশিয়ার শ্রেষ্ঠত্বের সেই লড়াইয়ে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। এরপর আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতলেও ছিল না প্রত্যাশিত পারফরম্যান্স। আর সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।
কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন
৬ ঘন্টা আগে
শ্রীরামের আমলে বাংলাদেশ যে কয়টি টি-টোয়েন্টি খেলেছে সেখানে বেশিরভাগ ম্যাচেই ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এই ভারতীয় কোচ। এর বড় একটি কারণ ছিল, সঠিক কম্বিনেশন খুঁজে বের করা। ওপেনিংয়ে বেশ কয়েকটি জুটি বদলে অবশেষে ভরসা করা হয়েছে সৌম্য-শান্ত জুটির ওপর।
তাছাড়া মিডল অর্ডারেও এখন সবার ব্যাটিং পজিশন প্রায় নিশ্চিত। লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এখন মাঠে নামছে দল। সবমিলিয়ে দলের ভিতটা ভালোভাবেই গড়তে পেরেছেন বলে মনে করেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কন্সালট্যান্ট।
শ্রীরাম বলেন, 'আমার মনে হয় ভিতটা গড়া হয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি, যেখানে দক্ষতাসম্পন্ন খেলোয়াড়েরা আছেন। এখন আরও কিছু দক্ষতা যোগ করতে পারলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমরা খুব ভালো একটা টি–টোয়েন্টি দল গড়তে পারব।’