শ্রীলঙ্কার বিপক্ষে ফিরছেন মিচেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের
১৪ জুলাই ২৫
অবশেষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন ড্যারিল মিচেল। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য পুরোপুরি ফিট তিনি। মিচেলের সুস্থ হওয়ার ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন টিম সাউদি।
চলতি মাসের শুরুতে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় চোট পান মিচেল। নেটে ব্যাটিংয়ের সময় হাতে বল লাগে তার। এক্স-রে করে দেখা যায়, তার ডানহাতের কনিষ্ঠায় চিড় ধরে। তারপরই দুই সপ্তাহের জন্য ছিটকে যান এই অলরাউন্ডার।

যদিও বিশ্বকাপের শুরু থেকে তাকে দলে পাওয়ার প্রত্যাশা করেছিলেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি মিচেল। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে।
সম্প্রতি তার ফিটনেস প্রসঙ্গে সাউদি বলেন, 'ড্যারিল সব ধরনের পরীক্ষা করিয়েছে। কয়েক সপ্তাহ আগেই সে হাত (আঙুল) ভেঙেছে। সেখান থেকে অনেকটা ফিরে এসেছে। চ্যাপম্যানের জন্য এটা দুর্ভাগ্য। তবে ড্যারিল আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য।'
'সে আমাদের হয়ে দারুণ সব পারফরম্যান্স করেছে। ড্যারিল এখন ফিট এবং সুস্থ। সে তার জায়গায় ফিরছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি ম্যাচেই অঘটন হয়েছে। তাই সব ম্যাচই এখানে গুরুত্বপূর্ণ।'
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের ফাইনাল খেলার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিচেল। আসরে সাত ইনিংসে ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে ২০৮ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ৪৭ বলে অপরাজিত ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস।