ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত দুর্বলতা ছিল: স্যামি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শাস্তি পেলেও রাগ পুষে রাখছেন না স্যামি

২ জুলাই ২৫
ফাইল ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার ড্যারেন স্যামি। দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে তার কোনো প্রশ্ন না থাকলেও তিনি মনে করেন দলে কৌশলগত অনেক ঘাটতি ছিল।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় তারা।


promotional_ad

তারপর জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের। ক্যারিবিয়ানদের এভাবে বাদ পড়ার দায় মূলত টিম ম্যানেজমেন্টের ওপরই দিচ্ছেন স্যামি। 


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল

৮ ঘন্টা আগে
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি মনে করি, আমরা দল হিসেবে কৌশলগতভাবে বেশ দুর্বল ছিলাম। খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় আছে। সাম্প্রতিক সময়ে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ক্রিকেট খেলতে পারছি না। দলে অনুপ্রেরণার অভাব আছে এবং কৌশলগতভাবে আমরা ভালো অবস্থানে নেই।'


এবারের বিশ্বকাপে প্রায় সবগুলো ম্যাচেই ক্যারিবিয়ানিদের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেছেন কাইল মেয়ার্স। তবে নতুন বলে সুবিধা নিতে ব্যর্থ হয়েছেন এই পেসার। স্যামি মনে করেন, নতুন বলে হোল্ডার কিংবা আলজারি জোসেফ আরও বেশি কার্যকরী হতে পারতেন।


স্যামি বলেন, 'আপনার যখন উইকেট লাগবে তখন জেসন হোল্ডারকে বোলিংয়ে আনতে পারেন, যার উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি অথবা আলজারি জোসেফকে বোলিং করাতে পারেন, যে ভালো বোলিং করছে। কিন্তু আপনি কাইল মেয়ার্সকে দিয়ে বোলিং ওপেনা করছেন। তাকে (মেয়ার্স) অশ্রদ্ধা করছি না কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন থেকে অস্ট্রেলিয়ার কন্ডিশন ভিন্ন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball