বৃষ্টিতে ভেসে গেলো আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম পর্বে বেশ জমজমাট লড়াই হয়েছিল। বৈরী আবহাওয়া থাকলেও সেই পর্বে সব ম্যাচেই ফলাফল এসেছিল। তবে সুপার টুয়েলভে এখনও পর্যন্ত ব্যাট-বলের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে বৃষ্টি। সেই লড়াইয়ে আরও একবার জয় হয়েছে বেরসিক বৃষ্টির। এবার আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গেছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। যার কারণে নির্ধারিত সময়ে টস করতে পারেননি ম্যাচ রেফারি। এরপর বৃষ্টির গতি আরও বাড়ে। শেষ পর্যন্ত কোনো বল মাঠে গড়ানো ছাড়াই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হয় কতৃপক্ষ।

এই ম্যাচে এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুই দল। এই ম্যাচ সহ দ্বিতীয়বারের মতো পয়েন্ট ভাগাভাগি করলো আফগানিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও বৃষ্টি বাধায় মাঠে নামা হয়নি আফগানিস্তানের।
ইংল্যান্ড সফরের উইন্ডিজ স্কোয়াডে জাঙ্গু ও অ্যান্ড্রু
৬ মে ২৫
এবারের বিশ্বকাপে আরও বেশ কয়েকটি ম্যাচেই এই বৃষ্টির হানা ছিল। এর আগে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচেও বৃষ্টি হয়েছে। যার ফলে সেই ম্যাচটিও পরিত্যাক্ত হয়েছিল। তবে তার আগে কিছুক্ষণ খেলা মাঠে গড়িয়েছিল।
তাছাড়া বৃষ্টির হানা ছিল ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচেও। তবে সেই ম্যাচে ফলাফল এসেছিল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। যেখানে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে ইংল্যান্ড।
এদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। এরপর নিউজিল্যান্ড এবং আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। তাই এখন তাদের নামে পাশে আছে ২ পয়েন্ট।