জিম্বাবুয়ের বিপক্ষে হার মোটেও অঘটন নয়: আফ্রিদি
.webp)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
১৮ ঘন্টা আগে
টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ হয়েছে বাবর আজমের দল। রোডেশিয়ানদের কাছে পাকিস্তানের ১ রানের হারের পর, এটাকে অনেকেই অঘটন বলছেন। তবে শহিদ আফ্রিদি তাদের সঙ্গে একমত হতে পারছেন না। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, দারুণ ক্রিকেট খেলেই জয় পেয়েছে জিম্বাবুয়ে।
শেষ ৬ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান হাতে ছিল ৪ উইকেট। ব্রেড ইভান্সের করা শেষ ওভারের প্রথম তিন বল থেকে ৮ রান নিয়ে সেই সমীকরণটা সহজ করে ফেলে পাকিস্তান। কিন্তু চতুর্থ বল ডট আর পঞ্চম বলে নাওয়াজ সাজঘরে ফিরলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রানে। শেষ বলে শাহীন আফ্রিদি মাত্র ১ রান নিতে পারলে ১ রানে হারে পাকিস্তান।

১৩১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকে পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দ্রুত সাজঘরে ফিরলে দলের বিপদ বাড়ে। তবে শান মাসুদের ব্যাটে আবারও ম্যাচে ফেরে তারা।
কিন্তু মিডল ওভারে পাকিস্তানের লাগাম টেনে ধরেন সিকন্দার রাজা। এই অলরাউন্ডার একই ওভারে শাদাব খান এবং হায়দার আলিকে সাজঘরে ফেরালে পাকিস্তানের আকাশে শঙ্কার মেঘ জমে। সেই মেঘই অমঙ্গলের বৃষ্টি হয়ে ঝড়েছে বাবর-রিজওয়ানদের ওপর।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পেরেছে পাকিস্তান। টানা দুই হারে সেমি-ফাইনালের সমীকরণ এখন অনেকটাই কঠিন হয়ে গেছে বাবরের দলের জন্য।
আফ্রিদি বলেন, 'এই ফলাফলকে মোটেও অঘটন বলব না। যারা ম্যাচ দেখেছে, তারা জানে জিম্বাবুয়ে প্রথম বল থেকে দারুণ ক্রিকেট খেলেছে। ওরা দেখিয়েছে এরকম ব্যাটিং পিচেও কীভাবে এত কম রান ডিফেন্ড করা যায়। জিম্বাবুয়েকে অভিনন্দন।'
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হারে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতিতারকা টুইটারে লিখেন, 'এটা বিব্রতকর, খুব ভদ্রভাবে বললে!' আরেক সাবেক পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘হতবাক করা ঘটনা।’