নাওয়াজ-রউফ-মালিকের পর রংপুর শিবিরে সিকান্দার রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

১০ জুলাই ২৫
জিম্বাবুয়ে দল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সিকান্দার রাজা। এক বিবৃতিতে জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে এই দলে যোগ দিলেন সিকান্দার।


আগের তিন বিদেশি ক্রিকেটারের তিনজনই পাকিস্তানের। এবার যখন বিপিএল চলবে, ঠিক একইসময়ে চলবে সাউথ আফ্রিকা ও আরব আমিরাতের প্রিমিয়ার লিগ। এই লিগগুলোতে ভারতীয় মালিকানা থাকায় সেখানে খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


promotional_ad

একইসঙ্গে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই সুযোগ লুফে নিয়ে তিন পাকিস্তানিকে দলে নিয়েছে রংপুর। এরা হলেন শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজ।


আরো পড়ুন

ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

১৪ জুলাই ২৫
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো

রাজার অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, 'জিম্বাবুয়ে ক্রিকেট থেকে একজন সুপারস্টার আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। সিকান্দার রাজার সাইনিংয়ের খবর দিতে পেরে আমরা রোমাঞ্চিত বোধ করছি। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।'


এদিকে গুঞ্জন রয়েছে রংপুরের হয়ে খেলতে দেখা যেতে পারে শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে। আসরে আরও বেশ কয়েক জন তারকা ক্রিকেটারকে দেখা যাবে রংপুরের জার্সিতে। তবে বাকিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।


এদিকে বিপিএলের এবারের আসরের জন্য সবার আগে নিজেদের আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। চার বিদেশি ক্রিকেটারের তালিকাও দিয়েছে তারা।


যেখানে পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে থাকছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা। দেশের আরেক মহাতারকা সাকিব আল হাসান খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball