উন্নতির কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছেন সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিবের দুবাইকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর
১২ ঘন্টা আগে
নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল বাংলাদেশ দুইশ রানের বেশি লক্ষ্য তাড়া করতে গিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু তারপরও মাত্র ১০১ রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের অধিনায়ক এমন পারফরম্যান্সে হতাশ।
লক্ষ্য ২০৬। ইনিংসের প্রথম ওভারেই ১৭ রান তোলে বাংলাদেশ। কাগিসো রাবাদার সেই ওভারে শান্ত একটি চার মারেন। কাও কর্নারের ওপর দিয়ে সৌম্য হাঁকান দুটি বিশাল ছক্কা। দুই ওভারের মধ্যেই ২৬ রান তোলে বাংলাদেশ।

যখনই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করেছিল বাংলাদেশ, তখনই আউট হয়ে যায় বাংলাদেশের দুই ওপেনার। অ্যানরিখ নরকিয়ার করা তৃতীয় ওভারের প্রথম বলে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ফিরেন ৬ বলে ১৫ রান করা সৌম্য।
কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন
৬ ঘন্টা আগে
সেই ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে ফেরেন ৯ বলে ৯ রান করা শান্ত। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুই ওপেনারকে হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। এতে হতাশ সাকিব নিজেও। সতীর্থদের 'উন্নতি' করার বলতে বলতে হাঁপিয়ে উঠেছেন তিনি।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘প্রথম দুই ওভারে আমরা যেভাবে শুরু করেছি আমি সিউর প্রথম দুই ওভার দেখার পর মনে করেছে, না তাও কিছু একটা হতে পারে। আমাদের এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করতে হবে। যদিও বারবার এই ইম্প্রুভ করার কথা বলতে আমারও ভালো লাগে না। টি-টোয়েন্টি ম্যাচই আসলে এমন।’
‘আজকে যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। আসলে এরকম পরিস্থিতি হলে রিকভার করার খুব একটা সুযোগ থাকে না। আমরাও প্রস্তুত ছিলাম না। প্রথম ওভারে উইকেট পাওয়ার পর ১৪ ওভার কোনো উইকেট পায়নি। এখান থেকেই আমরা গেম থেকে পিছিয়ে গেছি।’