সাউথ আফ্রিকার কাছে হেরে ঘরোয়া ক্রিকেটকে দায় দিলেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবের দুবাইকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর

১২ ঘন্টা আগে
ফাইল ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট বলতে কেবলই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলেও সেখানে তেমন কোন প্রতিযোগিতা নেই। বিশেষ করে মিরপুরের মন্থর উইকেটে খেলা হওয়ায় ব্যাটাররা খুব বেশি সুবিধা পান না। ব্যাটাররা সুবিধা না পাওয়ায় দলগুলোও বড় পুঁজি দেখা পায় না।


যে কারণে ক্রিকেটারদের বড় তাড়া করার অভ্যাসও নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় রান তাড়া করতে নেমে হারার পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে কাঠগড়ায় দাঁড় করালেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, সেখানে তাদের দূর্বলতা রয়েছে।


promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল না। আমরা এক্সিকিউশনটা ঠিকভাবে করতে পারেনি। আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে, এইটা একটা কারণ। এরকম বড় রান তাড়া করে আমরা ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ জিতি না। এই একটা জায়গাতে মনে হয় আমাদের দুর্বলতা থাকতে পারে। এই জায়গা গুলোতে আমরা খুব একটা অভস্ত বলে মনে হয় না।’


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

‘এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি। আজকে সিডনির উইকেট ভালো ছিল। আমি আসলেই হতাশ, আমরা আরো ভালো ব্যাটিং করতে পারতাম। দুইশো রান চেজ করতে না পারলেও, একটা ভালো ব্যাটিং ডিসপ্লে শো করার সুযোগ ছিল।’


২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে দুই ছক্কা ও এক চারে ১৭ রান তুলেছিলেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে কোন উইকেট না হারিয়ে ৯ রান তুললে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় বিনা উইকেটে ২৬ রান। তবে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ।


দ্রুত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবের দল। হারের জন্য ব্যাটিংকে দায় দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব বলেন, ‘আমরা দুই ইনিংসের প্রথম ওভার যেভাবে শুরু করেছি সেভাবে মোমেন্টাম রাখতে পারিনি। আজকে যদি দুই পার্ট চিন্তা করেন আমরা ব্যাটিংটা খুব খারাপ করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball