অস্ট্রেলিয়াতে আরও ৩ ক্রিকেটারকে ডেকে পাঠাল শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে খেলবেন আসিথা

২০ ডিসেম্বর ২৪
নটিংহ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে আসিথা ফার্নান্দোর

একের পর এক ক্রিকেটারের চোটে বেহাল দশা শ্রীলঙ্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে চোটে পড়েছেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার। বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়াতে আরও তিন ক্রিকেটারকে ডেকে পাঠাল তারা।


দুই পেসার আসিথা ফার্নান্দো এবং মাথিশা পাথিরানার সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যুক্ত করা হয়েছে উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকওয়েলাকে। কেউ চোটে পড়লে যাতে তাদের বদলি হিসেবে দলে নেয়া যায়। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)


promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর নিজের প্রথম ওভারেই ইনজুরিতে পড়েছিলেন বিনুরা ফার্নান্দো। ৫ বল করার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে চলে যেতে হয় বাঁহাতি এই পেসারকে। পরের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করেনি এসএলসি।


এর আগে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার দুশমন্থ চামিরা এবং ব্যাটার দানুশকা গুনাথিলাকা। প্রাথমিক পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চোট পাওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে যান চামিরা। একই ম্যাচে চোট পাওয়া প্রমোদ মাদুশানও রয়েছেন বাইরে।


এদিকে বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে ছিটকে যান পেসার দিলশান মাদুশাঙ্কা। তার বদলি হিসেবে ডাক পেয়েছিলেন বিনুরা। ব্যাটারদের মাঝে পাথুম নিশানকা চোটে পড়লেও অজিদের বিপক্ষে খেলতে দেখা গেছে তাকে। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball