একাদশ নিয়ে প্রতিপক্ষের কাছে প্রেডিক্টেবল হতে চায় না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নেদ্যারল্যান্ডসের বিপক্ষে ৪জন নিয়মিত বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার বাড়তি বোলিং অপশন থাকায় ২০ ওভার করতে দুশ্চিন্তায় পড়তে হয়নি সাকিব আল হাসানের দলকে। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভিন্ন হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে ৫জন নিয়মিত বোলার নিয়ে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে এক ব্যাটার কমিয়ে একাদশে জায়গা পেতে পারেন বাড়তি স্পিনার। যদিও অনুশীলন দেখে মনে হচ্ছিল মেহেদি হাসান মিরাজ ফিরতে পারেন মূল একাদশে।

মিরাজের পাশাপাশি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও বিবেচনায় আছেন। প্রোটিয়া স্কোয়াডে ৬-৭জন ডানহাতি থাকায় ম্যানেজম্যান্ট একজন বাড়তি বাঁহাতি স্পিনার খেলাতে পারে। আবার যদি ডি কক, রাইলি রুশোদের কথা ভেবে একাদশ সাজনো হয় তাহলে মিরাজকে দেখা যেতে পারে একাদশে।
ম্যাচের আগের দিন পুরো দলই অনুশীলনে ছিলেন। মিরাজ-নাসুমরাও নিজেদের ঝালাই করে নিয়েছেন। তবে সাকিব আল হাসান জানিয়েছেন, একাদশ নির্বাচনে প্রতিপক্ষের কাছে প্রডেক্টেবল হতে চায় না বংলাদেশ।
প্রতিপক্ষ বিবেচনা করে সাজানো হবে একাদশ। সাকিব বলেন, 'আমরা প্রেডিক্টেবল হতে চাই না। আমরা প্রতিপক্ষ, কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিব। এভাবে আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করেছি।'
'ডাইমেশন ভিন্ন, উইন ফ্যাক্টর ভিন্ন, আবহাওয়া ভিন্ন। তাএসব চিন্তা করেই আমরা পরিকল্পনা করছি। আমাদের বিপক্ষে যেন না যায়, সেজন্য নিজেদের খোলামেলা রাখছি।'