স্টইনিসের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মার্কাস স্টইনিসের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার দেয়া ১৫৮ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে অজিরা।
স্টইনিস মাত্র ১৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ অপরাজিত ছিলেন ৪২ বলে ৩১ রান করে।

অবশ্য মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। লঙ্কান বোলারদের খেলতে শুরুতে বেগ পেতে হয়েছে ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের। এদিনও বড় রান করতে পারেননি ওয়ার্নার। তিনি আউট হয়েছেন মাত্র ১১ রান করে।
মিচেল মার্শ ভালো শুরু পেলেও আউট হন ১৮ রান করে। একই পরিণতি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। তিনি ফিরেছেন ২৩ রানে। তিন উইকেট পতনের পরই উইকেটে আসেন স্টইনিস। এরপর ফিঞ্চকে নিয়ে গড়েন অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি।
এই জুটিতে ফিঞ্চের অবদান মাত্র ৭। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে এদিন সবচেয়ে খরুচে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ৩ ওভারে খরচা করেছেন ৫৩ রান। বাকি বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে ও মাহিশ থিকশানা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাথুম নিশাঙ্কার ৪০, ধনঞ্জয়ার ২৬ ও চারিথা আসালাঙ্কার অপরাজিত ৩৮ রানে মাঝারি পুঁজি পায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার ও ম্যাক্সওয়েল।