নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন হার্দিক!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
এই ম্যাচে খেলানো হতে পারে আরেক অলরাউন্ডার দীপক হুদাকে। মূলত যেকোনো জায়গায় ব্যাটিং করার দক্ষতা ও পাওয়ার প্লেতে বোলিংয়ের অভিজ্ঞতা থাকায় তাকে একাদশে নেয়া হতে পারে।

যদিও পুরো বিষয়টিই নির্ভর করছে হার্দিকের মতামতের ওপর। এই অলরাউন্ডারও চাইবেন না বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে কোনো ম্যাচ মিস করতে।
মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’
৩ জুন ২৫
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে বিশ্রাম দেয়া হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকেও। এই দুজনকেই নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে দেখা যায়নি।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হালকা চোটে পড়েছিলেন হার্দিক। বড় ম্যাচগুলোর আগে তাকে পূর্ণ ফিট পেতে চাইবে ভারত।
নিজের চোট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর হার্দিক বলেছিলেন, 'আমার মনে হয় না গুরুতর কিছু। এটা সম্ভবত হয়েছে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খুব বেশি দুই রান নেইনি।'