বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ জিম্বাবুয়ে কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

১৪ জুলাই ২৫
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। দুই দলের ক্রিকেটের লড়াইয়ে জয় হয়েছে বৃষ্টির। শেষ পর্যন্ত ম্যাচে কোনো ফলাফল আসেনি। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জিম্বাবুয়ের কোচ ডেভ হটন।


রান তাড়া করতে নেমে শুরুতেই বৃষ্টি বাধায় পড়ে সাউথ আফ্রিকা। ৯ ওভারের ম্যাচে ইনিংস বিরতির সময় বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। ব্যাটিং করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলে প্রোটিয়ারা।


promotional_ad

এরপর আবারও বৃষ্টি নামলে আর খেলা হয়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। আইসিসির নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচে ফল আনতে হলে দুই দলকেই অন্তত পাঁচ ওভার করে খেলতে হয়। তবে এই তিন ওভার খেলা চালিয়ে যাওয়াই ছিল কষ্ট সাধ্য ব্যাপার। খেলা হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই।


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বেশ কয়েকবারই জিম্বাবুয়ের ফিল্ডার, বোলাররা অভিযোগ করেন আম্পায়ারের কাছে। দলটির পেসার রিচার্ড এনগারাভা পিচ্ছিল মাঠে পড়ে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পরও খেলা বন্ধ করেননি আম্পায়াররা।


আম্পায়ারদের এমন সিদ্ধান্তে নিজের ক্ষোভ প্রকাশ করেন হটন। জানান, এনগারাভা বোলিং করার পর্যায়ে আপাতত নেই। এই পেসারের চোটে হতাশা ফুটে ওঠে জিম্বাবুয়ে কোচের কণ্ঠে। সঙ্গে ম্যাচের ওই সময়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি।


হটন বলেন, 'আমার মনে হয়, বৃষ্টি এত প্রবল ছিল যে তখন খেলা ছিল অসম্ভব। সন্ধ্যা কিংবা রাতের বেশিরভাগ সময়ই ছিল কুয়াশাচ্ছন্ন। কিন্তু বৃষ্টি এমন পর্যায়ে পৌঁছে যায়, আমরা ডাগআউটের ছাদে শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনে হয়, তখন আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি ছিল না; তখন সময় ছিল মাঠ ছাড়ার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball