তাসকিনদের বোলিং নজর কেড়েছে বাউচারের
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হার্দিকের মতো ক্রিকেটারের অসম্মান প্রাপ্য না: বাউচার
২২ মার্চ ২৫
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৫ বছরের আক্ষেপ ঘুচানোর ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। একই মাঠে খেলা থাকায় বাংলাদেশের বোলারদের বোলিং দেখেছেন মার্ক বাউচারের। অল্প সময়ের দেখাতেই সাউথ আফ্রিকার প্রধান কোচের নজর কেড়েছেন তাসকিনরা।
হোবার্টে সাউথ আফ্রিকা খেলতে নামার আগে জয়োল্লাস করেছে বাংলাদেশ। পেসারদের দাপটে নেদারল্যান্ডসকে দাঁড়াতেই দেয়নি সাকিব আল হাসানের দল। ইনিংসের প্রথম দুই বলে বিক্রমজিত সিং এবং বাস ডি লিডকে ফিরিয়ে ডাচদের কোমড় ভেঙে দেন তাসকিন আহমেদ।

পরে ফিরিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে ৬২ রান করা কলিন অ্যাকারম্যান ও শারিজ আহমেদকে। এদিকে দারুণ বোলিংয়ে হাসান তুলে নিয়েছেন টিম প্রিঞ্জল এবং লগান ভ্যান বিকের উইকেট। বাংলাদেশের পেসারদের আগুন ঝড়ানোর দিনে আক্ষেপে পুড়তে হয়েছে সাউথ আফ্রিকাকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন
৪ জুলাই ২৫
দিনের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে থাকলেও বৃষ্টির কারণে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়াদের। এমন হতাশার দিনে পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন বাউচার। সাউথ আফ্রিকার প্রধান কোচ জানান, বাংলাদেশের বোলারদের ভালো পারফরম্যান্সের কথা।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাউচার বলেন, ‘আপনি (বাকি) যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে (ব্যাটিংয়ে) কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বাউচার জানালেন, তাদের মানসম্পন্ন ব্যাটার এবং বোলার আছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন এক বা দুইজন একাই ম্যাচ জেতাতে পারেন বলে মনে করেন প্রোটিয়া কোচ। বাংলাদেশও এভাবেই ভাবছে বলে ধারণা তার।
বাউচার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’