আমরা সুযোগ হাতছাড়া করেছি, হারের পর অ্যাকার‌ম্যান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেটে তাসকিনের যত রেকর্ড

২ জানুয়ারি ২৫
৭ উইকেট নিয়ে তাসকিন আহমেদের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশকে ১৪৪ রানে আটকে দেয়ার পর নিশ্চিতভাবেই জয়ের আশা করেছিল নেদারল্যান্ডস। তবে পুরো ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে ছিল না ডাচরা। তবে হোবার্টে নেদারল্যান্ডসকে একাই টেনেছেন কলিন অ্যাকারম্যান। একপ্রান্ত আগলে রাখলেও সতীর্থদের সঙ্গ পাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাতে ৬২ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি অ্যাকারম্যান।


ব্যাটিংয়ে জয়ের কাছে না থাকলেও অ্যাকারম্যান মনে করছেন তারা বাংলাদেশের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করেছেন। অভিজ্ঞ এই অলরাউন্ডার আরও জানান, টেস্ট খেলুড়ে দেশকে হারানোর মতো তাদের সামর্থ্য ও সক্ষমতাও আছে। 


promotional_ad

এ প্রসঙ্গে অ্যাকারম্যান বলেন, ‘আমরা আগে বসেছিলাম এবং এই খেলাটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা এই ম্যাচটি অবশ্যই জিততে পারি। আমরা জানি যে পূর্ণ সদস্য দেশকে হারানোর জন্য আমাদের সামর্থ্য ও দক্ষতা রয়েছে। আমাদের মনে হয়েছিল আমরা অবশ্যই এটি জিততে পারি। এটি একটি প্রতিদ্বন্দ্বীতাপূূর্ণ ম্যাচ ছিল। আমি মনে করি আমরা সুযোগ হাতছাড়া করেছি।’


সাকিব আল হাসানদের দলকে অল্পতে আটকে দিলেও নেদারল্যান্ডসকে ভালো শুরু এনে দিতে পারেননি ব্যাটাররা। ইনিংসের প্রথম দুই বলেই ডাচ শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে স্লিপে থাকা ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দেন বিক্রমজিত সিং।


পরের বলে বাস ডি লিডকেও ফেরান তাসকিন। গতিময় এই পেসারের ৬ষ্ঠ স্ট্যাম্পের লেংথ বল তাড়া করতে গিয়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। পরবর্তীতে রান আউটে কাটা পড়েছেন দলের সেরা দুই ব্যাটার ম্যাক্স’ও’ ডাউড এবং টম কুপার। তাতেই জয়ের আশা শেষ হয় ডাচদের। বাংলাদেশের কাছে হারায় হতাশ নেদারল্যান্ডস। 


অ্যাকারম্যান বলেন, ‘আমাদের মন খারাপ। আমরা ভেবেছিলাম এটা খুব ভালো একটা ম্যাচ হতে চলেছে। বাংলাদেশকে হারানোর সামর্থ্য এবং দক্ষতা আমাদের ছিল। তা আমাদের পারফরম্যান্সে দেখা গেছে। এটি একটি প্রতিদ্বন্দ্বীতাপূূর্ণ ছিল। রান তাড়া করতে আমাদের ভালো শুরুর প্রয়োজন ছিল দূর্ভাগ্যবশত সেটা হয়নি।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball