শিক্ষণীয় ম্যাচের পর দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন পুরান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরানের মতো আরও ক্রিকেটার ভুল পথে পা বাড়াবেন, ধারণা স্যামির

১১ জুন ২৫
ড্যারেন স্যামি ও নিকোলাস পুরান, সিডব্লিউআই

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডকে হারালেও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল বাঁচা-মরার। সুপার টুয়েলভে যেতে আয়ারল্যান্ডকে হারানোর বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের। বাজে ব্যাটিংয়ে আইরিশদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নিকোলাস পুরানের দল। এমন হারের পর দায়ভার নিজের কাঁধে নিলেন পুরান।


হোবার্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৬২ রানের সুবাদে ৫ উইকেটে ১৪৬ রানের পুঁজি পায়। ক্যারিবীয়দের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন জনসন চার্লস। এমন লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারায় আয়ারল্যান্ড। 


promotional_ad

আইরিশদের হয়ে পল স্টার্লিং অপরাজিত ৬৬, লরকান টাকার অপরাজিত ৪৫ এবং অ্যান্ড্রু বালাবির্নি করেছেন ৩৭ রান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের ব্যাটিং ইউনিটকেও দায় নিচ্ছেন পুরান। সুপার টুয়েলভে উঠায় আয়ার‌ল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।


আরো পড়ুন

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ব্যবহার করছে ক্রিকেটাররা, দাবি লারার

১৮ ঘন্টা আগে
ফাইল ছবি

ম্যাচ শেষে পুরান বলেন, ‘এটা (জেতা) কঠিন, আমরা এই টুর্নামেন্ট জুড়ে ভালো ব্যাটিং করিনি। ভালো ব্যাটিং উইকেটে ১৪৫ রান ডিফেন্ড করা বোলারদের জন্য সত্যিই কঠিন কাজ। আয়ারল্যান্ডকে অভিনন্দন, তারা অসাধারণ ব্যাটিং ও ভালো বোলিং করেছে আজ।’


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি পুরান। তিন ম্যাচে মাত্র ২৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। নিজে খারাপ খেলে ছেলেদের হতাশ করেছেন বলে জানান তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে শিক্ষণীয় বলছেন বাঁহাতি এই ব্যাটার।


পুরান বলেন, ‘এটা আমাদের জন্য শিক্ষণীয় ম্যাচ। নিজেদের ও সমর্থকদের হতাশ করেছি আমরা। অবশ্যই কষ্ট হচ্ছে। আমি নিজে খারাপ খেলে ছেলেদের হতাশ করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball