স্কটল্যান্ডকে বিদায় করে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড
২১ মিনিট আগে
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দুই দলের জন্যই ছিল মহাগুরুত্বপূর্ণ। সুপার টূয়েলভের টিকিট নিশ্চিত করতে দুই দলেরই জয়ের বিকল্প ছিল না। এমন হাইভোল্টেজ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সুপার টুয়েলভও নিশ্চিত করেছে রোডেশিয়ানরা।
১৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তবে সিকান্দার রাজা এবং ক্রেইগ আরভিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। হাফ সেঞ্চুরি তুলে নেন আরভিন। আর রাজা ২৩ বলে করেছেন ৪০ রান। এরফলে ১৮ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রেজিস চাকাভার দল।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্কটল্যান্ড। ৪ রান করা মিচেল জনসকে সাজঘরে ফিরিয়ে স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানেন টেন্ডায় চাতারা। উইকেটে থিতু হতে পারেননি ম্যাথু ক্রসও। ৭ বল খেলে এক রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
এরপর রিচি বেরিংটন চেষ্টা করেছেন দলের হাল ধরতে। কিন্ত ১৩ রানের বেশি করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ৬৪ রানে ৩ উইকেট হারানোর পর কলাম ম্যাকলয়েডকে সঙ্গে নিয়ে দলকে টেনে তুলেন জজ মাঞ্জি।
বাকি ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও ব্যাতিক্রম ছিলেন মাঞ্জি। তিনি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোর্চ্চ ৫৪ রান।
শেষ দিকে মিচেল লিসেকের ৯ বলে ১২ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে স্কটল্যান্ড। জিম্বাবুয়ের হয়ে ১৪ রানে ২ উইকেট শিকার করেছেন টেন্ডায় চাতারা।