অস্ট্রেলিয়ার বিকল্প উইকেটকিপার ওয়ার্নার, ভাবনায় ছিলেন স্টার্কও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

চোটে পড়ে জস ইংলিস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া দলে বর্তমানে স্পেশালিষ্ট উইকেটকিপার বলতে কেবলই ম্যাথু ওয়েড।  বাঁহাতি এই ব্যাটার ইনজুরিতে পড়লে অস্ট্রেলিয়ার উইকেট কিপিংয়ে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যারন ফিঞ্চ। 


অনুশীলন না থাকায় বেশ কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে গলফ খেলতে গিয়েছিলেন জস ইংলিস। সেটাই শেষ পর্যন্ত কাল হয়েছে অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের। গলফ খেলার সময় একটি শট দিতে গিয়ে তার ডান হাত কেটে যায়। যে কারণে বুধবার বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইংলিসকে।


promotional_ad

চোট গুরুতর হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। ইংলিসের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পান ক্যামেরন গ্রিন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ওয়েড ইনজুরিতে পড়লে কিপিং করবেন কে? নিউজিল্যান্ড ম্যাচের আগে সেটা খোলাসা করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘সম্ভবত, ডেভিড ওয়ার্নার, আমি মনে করি। ওয়েড চোট পেলে সে কিপিং করবে, এটা তার জন্য কঠিন। কারণ সে আগে কখনও করেনি। গতকাল গ্লাভস পরে সে একটু অনুশীলনও করেছে। আমার জন্য অধিনায়কত্ব ও কিপিং এক সঙ্গে করা, যেটা আমি আগে কখনও করিনি, আমার জন্য একটু কঠিন হবে।’


শুধু ওয়ার্নার নয়, অস্ট্রেলিয়ার বিকল্প উইকেটকিপারের ভাবনায় ছিলেন মিচেল স্টার্কও। শুরুতে বোলিং করে মাঝের ওভারে কিপিং করার কথা ছিল বাঁহাতি এই পেসারের। তবে সেটা ঝুঁকি পূর্ণ হয়ে যাওয়ায় ওয়ার্নারকেই বিকল্প উইকেটকিপার হিসেব ভাবছে অস্ট্রেলিয়া।


ফিঞ্চ বলেন, ‘হয়তো মিচেল স্টার্ক শুরুর দিকে বল করে মাঝে গ্লাভস হাতে নিলো এবং পরে আবার বল করলো। কিন্তু সেটা ঝুঁকি হয়ে যায়। সম্ভবত ডেভিডই, আমরা এই মুহূর্তে এই ঝুঁকি নিতে প্রস্তুত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball