হার্দিক একাই বিশ্বকাপ জেতাতে পারে: ওয়াটসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’

৩ জুন ২৫
মুম্বাইয়ের জার্সিতে হার্দিক পান্ডিয়া

মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস, সবমিলিয়ে কার্যকরী এক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়েও বেশ মনযোগী এই ভারতীয়। তাছাড়া সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছেন তিনি। এমন একজন ক্রিকেটার যেকোনো দলেই ভারসাম্য এনে দিতে সাহায্য করে। শেন ওয়াটসন মনে করেন, একাই ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন পান্ডিয়া।


সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেই নতুন এক হার্দিককে দেখছে ক্রিকেট বিশ্ব। একটা সময় দলে তার কাজ ছিল শেষ দিকে এসে দ্রুত রান তোলা। তবে সর্বশেষ আইপিএল থেকে নিজের ব্যাটিং কৌশলে পরিবর্তন আনেন তিনি। পাশাপাশি চোট কাটিয়ে বল হাতেও নিয়মিত হয়ে উঠেন এই অলরাউন্ডার।


promotional_ad

যা ধরে রেখেছেন চলমান আন্তর্জাতিক ক্রিকেটেও। যার সর্বশেষ উদাহরণ সদ্য সমাপ্ত এশিয়া কাপ। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে ব্যাট হাতে শেষের সমীকরণ মিলিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন হার্দিক। এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সবমিলিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুকে দায়ী করেছে আদালত

১৭ ঘন্টা আগে
বিসিসিআই

ওয়াটসন বলেন, 'তার ব্যাটিংয়ের মান শুধু উপরের দিকেই উঠছে। সে কেবল ফিনিশার নয়, পাওয়ার হিটারও। তার সব ধরনের দক্ষতা আছে। সবশেষ আইপিএলে সেটা আমরা দেখেছি। সে একাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে পারে। সত্যিকার অর্থেই সে একজন ম্যাচ-উইনার।'


সর্বশেষ আইপিএলের আগে বেশ কয়েক মাস বোলিং করেননি হার্দিক। কাধের চোটের কারণে পুরো ফিটও ছিলেন না তিনি। তবে এখন বল হাতেও নিয়মিয় হয়ে উঠেছেন তিনি। ওয়াটসনের মতে, বোলিংয়েও রোহিত শর্মার বড় অস্ত্র হতে পারেন তিনি। 


তিনি বলেন, 'হার্দিক প্রতিভাবান ক্রিকেটার। সে যখন বোলিং করে, যেভাবে ১৪০ গতিতে বল করে তা অসাধারণ। উইকেট নেয়া ও রান ডিফেন্ড করার ক্ষেত্রে তারা দারুণ দক্ষতা ও সামর্থ্য রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball