নামিবিয়ার হারে সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঐতিহাসিক ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে নামিবিয়া

২৭ মে ২৫
নামিবিয়া ক্রিকেট দল

নামিবিয়াকে ৭ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়ার হারে 'এ' গ্রুপ থেকে রানার্স আপ হয়ে 'গ্রুপ ২' তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস।


১৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নামিবিয়া। আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা স্টেপান বার্ড এদিন সাজঘরে ফিরেছেন ৪ রান করে। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার মিচেল ভন লিনগেনও। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১০ রান।


promotional_ad

১৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ধুকছিল নামিবিয়া। এমন সময় দলের হাল ধরার চেষ্টা করেন জের্ড এরাসমাস এবং জান ফ্রাইলিঙ্ক। কিন্তু ১৮ বলে ১৬ রানের বেশি করতে পারেননি অধিনায়ক। আর ফ্রাইলিঙ্ক সাজঘরে ফিরেছেন ১৪ রান করে।


৬৯ রানে ৭ উইকেট হারিয়ে নামিবিয়া তখন হারের দ্বারপ্রান্তে। এমন সময় খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন ডেভিড ভিসে এবং রুবেন ট্রাম্পলম্যান। ভিসের ঝড়ো ব্যাটিংয়ে আবারও ঘুরে দাঁড়ায় নামিবিয়া। তাকে যোগ্য সঙ্গ দেন ট্রাম্পলম্যান।


তবে শেষ এক ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নামিবিয়া। ভিসের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৫ রান। আর ট্রাম্পলম্যান অপরাজিত থাকেন ২৪ বলে ২৫ রান করে।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে আরব আমিরাত। যেখানে ৪১ বলে ৫০ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক মোহাম্মদ ওয়াসিম। নামিবিয়ার হয়ে ৮ রানে ১ উইকেট শিকার করেছেন বেন শিকোঙ্গো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball