অজিদের বিশ্বকাপ দলে ইংলিসের বদলি গ্রিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া
২৫ জুন ২৫
অনুশীলন না থাকায় বেশ কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে গলফ খেলতে গিয়েছিলেন জস ইংলিস। সেটাই কাল হলো অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের। গলফ খেলার সময় হাত কেটে যাওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে তাকে। অবস্থা বেশি খারাপ হওয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন ক্যামেরন গ্রিন।
বিশ্বকাপের প্রথমদিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এর আগে ক্রিকেটারদের মানসিকভাবে সতেজ রাখতে বুধবারে (১৯ অক্টোবর) রাখা হয়নি কোন অনুশীলন। সেই সুযোগে গলফ ক্লাবে গিয়েছিলেন ইংলিস।

সেসময় একটি শট দিতে গিয়ে তার ডান হাত কেটে যায়। এরপর বুধবার বিকেলেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইংলিসকে। অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের চোট বেশ গুরুতর।
প্রথম ম্যাচ থেকেই জিততে চেয়েছিলেন ইংলিস-স্মিথরা
২৩ ফেব্রুয়ারি ২৫
অন্তত কয়েক সপ্তাহ পর মাঠে ফিরতে হবে তাকে। ইংলিসের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পেতে পারতেন আরেক উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। যদিও অভিষেকের পর থেকে আলো ছড়িয়ে শেষমুহূর্তে অজি স্কোয়াডে জায়গা করে নিলেন গ্রিন।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন গ্রিন। চলতি বছরের এপ্রিলে অভিষেক হওয়ার পর থেকে মোট সাতটি টি-টোয়েন্টি খেলে ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৬১।
বোলিংয়ে ছয় ম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ভারত সফরে গিয়ে অসাধারণ পারফর্ম করার কারণেই তাকে বিবেচনা করেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।