চামিরার পর ছিটকে গেলেন গুনাথিলাকাও, বদলি ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’
১৭ জুলাই ২৫
ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দানুশকা গুনাথিলাকা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। ইতোমধ্যেই তার বিকল্প ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
রিজার্ভ বেঞ্চে বসা আশেন বান্দারা ডাক পাচ্ছেন তার জায়গায়। এবারের বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে নেমেই নামিবিয়ার বিপক্ষে হেরে যায় শ্রীলঙ্কা। সেই ম্যাচে শুন্য রান করেছিলেন গুনাথিলাকা।
অভিজ্ঞ এই ব্যাটার হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে কপাল খুলেছে ২৩ বছর বয়সী বান্দারার। যদিও অভিজ্ঞদের টপকে একাদশে খেলা সহজ হবে না তার জন্যে।

এদিকে কাফ ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না দুশমন্থ চামিরার। তার বদলে লঙ্কান শিবিরে ডাক মিলেছে কাসুন রাজিথার। একই ইনজুরির কারণে এশিয়া কাপও মিস করেছিলেন চামিরা।
বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চামিরা। মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট নেন তিনি।
তবে এই ম্যাচে নিজের শেষ ওভারে বোলিং করতে এসেই ইনজুরি আক্রান্ত হন চামিরা। নিজের শেষ ওভারের শেষ বল বাকি থাকতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে ডাক পাওয়া রাজিথা এখনও শ্রীলঙ্কায় অবস্থান করছেন। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা দল- দাসুন শানাকা (অধিনায়ক), আশেন বান্দারা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যানডারসে, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।
স্ট্যান্ড বাই- প্রবীণ জয়াবিক্রমা, দীনেশ চান্দিমাল এবং নুয়াইন্দু ফারনান্দো।