গলফ খেলতে গিয়ে বিশ্বকাপই খেলা হচ্ছে না ইংলিসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ম্যাচ থেকেই জিততে চেয়েছিলেন ইংলিস-স্মিথরা
২৩ ফেব্রুয়ারি ২৫
অনুশীলন না থাকায় বেশ কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে গলফ খেলতে গিয়েছিলেন জস ইংলিস। সেটাই কাল হলো অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের। গলফ খেলার সময় হাত কেটে যাওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে তাকে। অবস্থা বেশি খারাপ হওয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।
বিশ্বকাপের প্রথমদিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এর আগে ক্রিকেটারদের মানসিকভাবে সতেজ রাখতে বুধবারে (১৯ অক্টোবর) রাখা হয়নি কোন অনুশীলন। সেই সুযোগে গলফ ক্লাবে গিয়েছিলেন ইংলিস।

সেসময় একটি শট দিতে গিয়ে তার ডান হাত কেটে যায়। এরপর বুধবার বিকেলেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইংলিসকে। অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের চোট বেশ গুরুতর।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
অন্তত কয়েক সপ্তাহ পর মাঠে ফিরতে হবে তাকে। ইংলিসের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পেতে পারেন আরেক উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। অবশ্য ক্যামেরন গ্রিনও পরিকল্পনায় আছেন অজি নির্বাচকদের। তবে একজন দ্বিতীয় উইকেটরক্ষকের বদলি হিসেবে জায়গা নাও পেতে পারেন গ্রিন।
লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার রাডারে থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইংলিসের। ৯টি টি-টোয়েন্টি খেলে ২২০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেট ১৪১.০২। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে ছিলেন তিনি।
যদিও অস্ট্রেলিয়ার বিকল্প উইকেটরক্ষক হিসেবে। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় উইকেটকিপার হিসেবে অজিদের প্রথম পছন্দ ওয়েড। অস্ট্রেলিয়া বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলতে পারেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ওয়েডের উত্তরসূরী হিসেবে ক্যারির চাইতে এগিয়ে থাকবেন ইংলিসই।