২০১৫ ফিরে না আসার কোন কারণ দেখছেন না মাশরাফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপের সবচেয়ে বড় সাফল্য অস্ট্রেলিয়াতে কোয়ার্টার ফাইনাল খেলা। ২০১৫ সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। বছর সাতেক পর আবারও বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ। এবার অবশ্য ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ খেলতে।


বর্তমান সময়ে ছন্দে নেই বাংলাদেশ। নিজেদের সর্বশেষ ২০ টি-টোয়েন্টির মাত্র চারটিতে জয় পেয়েছে টাইগাররা। এমন পারফরম্যান্সে বিশ্বকাপে আন্ডারডগ হয়ে খেলতে নামবেন সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন, একটি বা দুটি ম্যাচ জিতলেই মোমেন্টাম সাকিবদের দিকে আসবে।


promotional_ad

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’


আরো পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

১১ ঘন্টা আগে
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ফাইল ফটো

‘অস্ট্রেলিয়ায় গত বিশ্বকাপের আগে ২০১৫ বিশ্বকাপ খেলেছি, যদিও ৫০ ওভারের বিশ্বকাপ। আমরা কোয়ার্টার ফাইনালও খেলেছিলাম। অস্ট্রেলিয়ায় আমাদের ভালোকিছু স্মৃতিও আছে। আমি আশা করছি, আমরা পারব না কেন, আমাদের সেই সামর্থ্য আছে।’


সর্বশেষ এক মাসে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ব্যবহৃত শব্দ ইন্টেন্ট এবং ইমপ্যাক্ট। শ্রীধরণ শ্রীরাম বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে এই শব্দগুলো ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। দল আসলে কি করতে চাচ্ছে সেটা বাইরে থেকে বলা কঠিন বলে মনে করেন মাশরাফি। এদিকে বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিবদের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের সাকিব অধিনায়ক।


মাশরাফি বলেন, ‘যে কথাগুলো হচ্ছে অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদেরর পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball