নবিকে সরিয়ে সিংহাসনে ফিরলেন সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি
১৪ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে নামার আগে সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মোহাম্মদ নবিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখল করেছেন সাকিব।
এর আগেও লম্বা সময় অলরাউন্ডের র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিলেন সাকিব। ১৯ অক্টোবর (বুধবার) আইসিসির হালনাগাত র্যাংকিংয়ে ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে আসেন।

মূলত ত্রিদেশীয় সিরিজে দুরদান্ত পারফর্ম করার পুরষ্কার পেয়েছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৬৮ রান। দুর্দান্ত এই হাফ সেঞ্চুরি দিয়ে আসর শুরু করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১১ ঘন্টা আগে
পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে করেছিলেন ৭০ রান।
সাকিবের কাছে শীর্ষস্থান হারিয়েছেন আফগানিস্তান অধিনায়ক। ২৪৬ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি। আর তিনে আছেন মঈন আলি। ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে জায়গা ধরে রেখেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। এরপর আরেক দফায় সিংহাসন ফিরে পাবার ১৪ দিনের মাথায় ফের শীর্ষস্থান হারান টাইগার অলরাউন্ডার। এবার বিশ্বকাপের আগে আবারও শীর্ষে ফিরলেন তিনি।