‘পাকিস্তানকে হারালেই বিশ্বকাপ জিতবে ভারত’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুকে দায়ী করেছে আদালত
১৭ ঘন্টা আগে
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। মাসখানেক আগে শেষ হওয়া এশিয়া কাপেও দ??ই দেখার একটিতে বাবর আজমদের কাছে হেরেছে রোহিত শর্মার দল। এশিয়ার দুই জায়ান্টের মাঠের দ্বৈরথের দেখা মিলবে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও। ২৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে খেলতে নামবেন বিরাট কোহলিরা।
সেই ম্যাচে জয় পাওয়া দল বেশ ভালোভাবেই এগিয়ে থাকবে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে। চিরপ্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সেই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ভারত বিশ্বকাপও জিতবে বলে মনে করেন সুরেশ রায়না। বাবরদের বিপক্ষে জিততে পারলে টুর্নামেন্টে ভারত ভালো মোমেন্টাম পাবে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে রায়না বলেন, ‘অবশ্যই, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলে আমরা বিশ্বকাপ জিতব। দল এখন ভালো করছে। বুমরাহর জায়গায় শামি এসেছে, এটা দলকে একটু এক্স-ফ্যাক্টর দেবে। আমাদের আর্শদীপ সিং, সূর্যকুমার যাদব আছে।’
‘সবাই ভালো ফর্মে আছে, বিরাট কোহলিকেও সত্যিই ভালো দেখাচ্ছে। রোহিত শর্মা একজন খুব ভালো নেতা। আমরা যদি প্রথম ম্যাচ জিততে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো মোমেন্টাম দেবে। দেশের সবাই তার জন্য প্রার্থনা করছে এবং আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই।’
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। তাদের দুজনের বদলি হিসেবে ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেল। প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে দারুণ পারফর্ম করেছেন শামি। যদিও ডানহাতি এই পেসারকে বুমরাহর নিখুঁত বিকল্প বলছেন না রায়না।
তিনি বলেন, ‘আমি তাকে নিখুঁত বিকল্প বলবো না, কারণ আপনি জসপ্রিত বুমরাহ বা রবীন্দ্র জাদেজার জায়গা পূরণ করতে পারবে না। সে ভারতের হয়ে ধারাবাহিকভাবে খেলেছে এবং সে ভালো করেছে, কিন্তু আপনার কাছে সেরা বিকল্প ছিল, আপনি তাকে বেছে নিয়েছেন।’
‘শামি ভালো করেছে, সে ভালো ফর্মে আছে। বিসিসিআই টুর্নামেন্টের ১৫ দিন আগে অস্ট্রেলিয়ায় দল পাঠিয়ে সত্যিই ভালো করেছে। মাঠ বড়, সব মিলিয়ে প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করি। আমাদের সাহসী ক্রিকেট খেলতে হবে এবং ভালো উদ্দেশ্য দেখাতে হবে।’