promotional_ad

ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৪ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

কয়েক দিন আগেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তবে ফুরিয়ে যাননি। টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যারন ফিঞ্চ যে এখনও অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ব্যাটার তার প্রমাণ দিয়েছেন আরও একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটের ব্যাবধানে জিতেছে অজিরা।


১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। ৬ বলে ১৪ রান করে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার। তবে এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন আরেক ওপেনার ফিঞ্চ। অজি অধিনায়ক ৫৩ বলে করেছেন ৫৮ রান।


promotional_ad

ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ কিংবা গ্লেন ম্যাক্সওয়েল তাদের কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন ম্যাক্সওয়েল আর টিম ডেভিড। তবে শেষ দিকে ম্যাথু ওয়েডের অপরাজিত ২৯ বলে ৩৯ রানের সুবাদে এক বল আর ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২ বলে ৩ রান করে দ্বিতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন জনসন চার্লস। এই ওপেনারকে ফিরিয়ে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন জশ হ্যাজেলউড। এদিন নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেনে এই অজি পেসার।


চার্লসের বিদায়ের পর অবশ্য ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। ব্রেন্ডন কিংকে সঙ্গে নিয়ে দলকে কক্ষপথেই রাখেন কাইল মেয়ার্স। তবে ১২ রানের বেশি করতে পারেননি কিং। এই টপ অর্ডার ব্যাটারকেও ফিরিয়েছেন হ্যাজেলউড। এরপর আর রেইমন রেইফার-জেসন হোল্ডাররা সম্ভাবনা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি।


তবে উইকেটে এক প্রান্ত আগলে রেখেছিলেন মেয়ার্স। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে দলীয় সবোর্চ ৩৯ রান। এদিন ব্যর্থ ছিলেন নিকোলাস পুরান-রভম্যান পাওয়েলরা। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে ওডেন স্মিথের ১৭ বলে ২৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৫ রান তোলে ক্যারিবিয়ানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball