এসএ টোয়েন্টির পর্দা উঠছে ১০ জানুয়ারি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এসএ টোয়েন্টিতে রিটেইন করা যাবে ৬ ক্রিকেটার, নিলামে থাকছে আরটিএম

২৪ জুন ২৫
এসএ টোয়েন্টির শিরোপা হাতে এমআই ক্যাপটাউন

আর মাত্র ১০০ দিন পর মাঠে গড়াচ্ছে সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি।


এসএ টোয়েন্টির প্রথম আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হলো এমআই ক্যাপ টাউন, ডারবান সুপার জায়ান্টস, জোহানেসবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, প্রিটোরিয়া ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। 


এসএ টোয়েন্টি প্রতিটি দলের মালিকানায় রয়েছে ভারতীয়রা। বিশেষ করে তারা কোনো না কোনোভাবে জড়িত আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে।


এসএ টোয়েন্টির এবারের আসরে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এরপর সেরা চার দল খেলবে সেমিফাইনাল।


গত ১৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।


ডারবান সুপার জায়ান্টস:


promotional_ad

হেনরিখ ক্লাসেন, জনসন চার্লস, ম্যাথু ব্রেটজকে, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কিমো পল, উইয়ান মুল্ডার, ক্রিশ্চিয়ান জনকার, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, কাইল অ্যাবট, সাইমন হারমার, জুনিয়র ডালা, দিলশান মাধুশাঙ্কা, রিস টপলি, পেনেলান সুব্রায়েন।


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

জোহানেসবার্গ সুপার কিংস:


ফাফ ডু প্লেসি, ডোনাভন ফেরেরা, জ্যানিম্যান মালান, রেজা হেনড্রিক্স, হ্যারি ব্রুক, কাইল ভেরেইন, লিউস ডু প্লয়ি, জর্জ গার্টন, লুইস গ্রেগরি, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, লিজাদ উইলিয়ামস, কালেব সেলেকা, নন্দ্রে বার্গার, মালুসি সোবোতো, মহেশ থিকশানা , গারল্যান্ড কোয়েৎজি।


এমআই কেপ টাউন:


রাসি ভ্যান ডার ডাসেন, ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেল্টন, গ্রান্ট রোলোফসেন, ওয়েবলি মার্শাল, ওডেন স্মিথ, জর্জ লিন্ডে, ডুয়ান জানসেন, ডেলানো পটজিটার, রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, বিউরান হেনড্রিকস, ওলি স্টোন, ওয়াকার সালামখেইল, জিয়াদ আব্রাহামস, কাগিসো রাবাদা।


পার্ল রয়্যালস:


জেসন রয়, ইয়ন মরগান, ডেন বিলাস, মিচেল ভ্যান বুউরেন, উইহান লুবে, জস বাটলার, ডেভিড মিলার, ফেরিস্কো অ্যাডামস, ইমরান ম্যানাক, কোডি ইউসুফ, এমনকি জোন্স, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি, বি জর্ন ফরটুইন, রেমন্ড সিমন্ডস, ওবেদ ম্যাককয়, কর্বিন বোশ।


প্রিটোরিয়া ক্যাপিটালস:


রাইলি রুশো, ফিল সল্ট, কুশল মেন্ডিস, উইল জ্যাকস, ক্যামেরন ডেলপোর্ট, থিউনিস ডি ব্রুইন, মার্কো মারাইস, জিমি নিশাম, ওয়েইন পারনেল, ইথান বোশ, শেন ড্যাডসওয়েল, জশ লিটল, আদিল রশিদ, শন ভন বার্গ, ডারিন ডুপাভিলন, অ্যানরিখ নরকিয়ে, মাইকেল প্রিটোরিয়াস।


সানরাইজার্স ইস্টার্ন কেইপ:


ত্রিস্তান স্টাবস, সারেল এরউই, জর্ডান কক্স, অ্যাডাম রসিংটন, মার্কুইস অ্যাকারম্যান, আইডেন মার্করাম, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, ব্রাইডন কারসে, জেজে স্মুটস, টম আবেল, আয়া গকামানে, রোইফ ভ্যান ডার মারওয়ে, জেমস ফুলার, মেসন ক্রেন, জুনায়েদ দাউদ, ওটনিল বার্টম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball