বাবর-রিজওয়ান ঝড়ে ১৯৯ করেও হারল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচ হেরে মিরপুরের উইকেটের সমালোচনা করলেন সালমান
২৭ মিনিট আগে
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমের অনবদ্য সেঞ্চুরি এবং মোহাম্মদ রিজওয়ানের অসাধারণ এক হাফ সেঞ্চুরিতে এই জয়ে পেয়েছে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে ইংল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক মইন আলী। ২৩ বলে খেলা হার না মানা এই ইনিংসে ছিল চারটি চার ও সমান সংখ্যক ছক্কার মার।
এছাড়া বেন ডাকেট ২২ বলে ৪৩, হ্যারি ব্রুক ১৯ বলে ৩১ এবং ফিল সল্ট ২৭ বলে ৩০ রানের তিনটি কার্যকরী ইনিংস খেলেন। পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শাহনেওয়াজ দাহানি এবং হারিস রউফ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই অপ্রতিরোধ্য ভঙ্গিমায় ব্যাট চালাতে থাকেন রিজওয়ান- বাবর। গেল বছর ধরে এই দুজনের ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা চলছিল। এই ম্যাচ যেন সমালোচকদের জবাব দেয়ার জন্যই খেলেন এই দুজন।
ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
৩ ঘন্টা আগে
১৯.৩ ওভার পর্যন্ত খেলে দল জেতান তারা। বাবর সেঞ্চুরি পেলেও কাঙ্খিত সেঞ্চুরিটি পাননি উইকেটরক্ষক রিজওয়ান। শেষ পর্যন্ত ৬৬ বলে ১১০ রানে অপরাজিত থাকেন বাবর। ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কার মার।
উইকেটরক্ষক রিজওয়ান করেন ৫১ বলে অপরাজিত ৮৮ রান। ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার। এই দুজনের দাপটে তিন বল হাতে রেখেই জিতে পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় আসল স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড- ১৯৯/৫ (২০ ওভার) (মইন ৫৫*, ডাকেট ৪৩; রউফ ২/৩০, দাহানি ২/৩৭)।
পাকিস্তান- ২০৩/০ (১৯.৩ ওভার) (বাবর ১১০*, রিজওয়ান ৮৮*; ডওসন ০/২৬)।