যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত শান মাসুদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান-শান মাসুদ
৯ জুন ২৫
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটা আকস্মিকভাবেই ডাক পেয়েছেন শান মাসুদ। দলে ফিরে পাকিস্তানের এই ব্যাটার জানালেন, যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত তিনি। মূলত ফখর জামানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শান মাসুদ।
লম্বা সময় ধরে অফ-ফর্মে আছেন ফখর। কিছুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপেও তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। এ কারণেই বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হয়েছে ফখরকে। যদিও স্ট্যান্ড বাই তালিকায় আছেন তিনি।

অপরদিকে শান মাসুদ পাকিস্তানের টেস্ট পরিকল্পনার নিয়মিত অংশ ছিলেন। যদিও ২০২১ সালের জানুয়ারির পর পাকিস্তানের হয়ে আর খেলেননি তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ সব পারফরম্যান্স করেই জাতীয় দলে ফিরেছেন তিনি।
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
৭ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে জানান, 'শান মাসুদ বড় ব্যাপার নয়। বড় বিষয় হচ্ছে পাকিস্তান। আমাকে যেখানে খেলতে বলে আমি সেখানেই খেলি। আমি যদি পারফর্ম না করি তাহলে সেটা হবে আমার নিজের দায়ভার।'
'ইতোপূর্বে যত শাস্তি আমি পেয়েছি, সেটা ছিল পারফর্ম না করার কারণে এবং আমার ভুলের জন্য। আমি যতদিনই খেলতে থাকব, যত ভুল করি সেটা হয়ে থাকবে শুধুমাত্র আমারই দায়ভার।'
২০২১-২২ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে ৭০ এর বেশি গড় নিয়ে খেলেছেন শান মাসুদ। তারপর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এই ফর্ম অব্যাহত রাখেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি ছিলেন দ্বিতীয়তে।