এমআই এমিরেটসের কোচিং প্যানেলে বন্ড-পার্থিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা

৭ জুলাই ২৫
ফাইল ছবি

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এমআই এমিরেটসের প্রধান কোচ হিসবে নিয়োগ পেয়েছেন শেন বন্ড। এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। 


বন্ডের সঙ্গে এমিরেটসের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে পার্থিব প্যাটেলকে। আর বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ভারতীয় পেসার বিনয় কুমারকে। ফিল্ডিং কোচ করা হয়েছে জেমস ফ্র্যাঙ্কলিনকে। আরব আমিরাতের ক্রিকেটের অভিজ্ঞতার কারণে দলটির ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে রবিন সিংকে।


promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বন্ডের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৫ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দলটির চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিউজিল্যান্ডের এই সাবেক পেসার।


নতুন দায়িত্ব পেয়ে বন্ড বলেন, 'এমআই এমিরেটসের প্রধান কোচ নিযুক্ত হওয়া একটি বিশেষত্বের বিষয়। একটি নতুন দল তৈরি করা সব সময়েই উত্তেজনাপূর্ণ এবং আমি এমআই দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের খেলোয়াড়দের খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখতে চাই।'


রবিন সিং মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িত আছেন ২০১০ সাল থেকে। তার দায়িত্ব নেয়ার পর পাঁচটি আইপিএল শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে মুম্বাই। এবার আরব আমিরাতের লিগেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।


প্যাটেল আইপিএল ক্যারিয়ারে লম্বা সময় খেলেছেন মুম্বাইয়ের হয়ে। এরপর ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিভা অন্বেষণের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। পার্থিব ও বিনয় দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সের ২০১৫ এবং ২০১৭ আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball