আরব আমিরাতকে উড়িয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন

৭ ঘন্টা আগে
অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আরব আমিরাত নারী দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে বল হাতে রীতিমতো আগুন ঝড়িয়েছেন লতা মন্ডল। তার বোলিং তান্ডবে ৫৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।


বাংলাদেশের ১২৪ রানের জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।


promotional_ad

গা গরমের প্রস্তুতি ম্যাচ হওয়ায় সাতজন বোলারকে ব্যবহার করেছে বাংলাদেশ। লতা ছাড়াও ৪ ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। আর অভিজ্ঞ সালমা খাতুন ১৭ রানে ১ উইকেট শিকার করেছেন। নাহিদা আক্তার এবং রুমানা আহমেদ মিতব্যায়ী বোলিং করলেও উইকেটের দেখা পাননি।


আরো পড়ুন

কলম্বোতে পাকিস্তান, আর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

১৬ জুন ২৫
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে সব দলের অধিনায়করা, ফাইল ফটো

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। মুর্শিদা খাতুন এদিন দারুণ ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩২ রান।


তাছাড়া নিগার সুলতানা এবং সুবহানা মোস্তারিও সাবলীল ব্যাটিং করেছেন। নিগারের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৫ রান। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন সোবহানা।


সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৩৯ রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চারের মার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ করে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball