promotional_ad

নেচে গেয়ে উৎসবের আমেজে শ্রীলঙ্কার শিরোপা উৎযাপন

সংগৃহীত
promotional_ad

|| সৈয়দ সামি, দুবাই থেকে ||


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

৩ জুলাই ২৫
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হারের পর পাকিস্তান দলের ক্রিকেটাররা যখন টিম বাসে করে বিমর্ষ হয়ে মাঠ ছাড়ছিলেন। সেই সময়ও এক ঝাঁক পাকিস্তানি সমর্থক তাদের অভিবাদন জানাচ্ছিলেন। বিশেষ করে তরুণ পেসার নাসিম শাহকে নিয়ে বিশেষ উচ্ছ্বাস ছিল ভক্তদের।


পাকিস্তান দল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম প্রাঙ্গন ছাড়ার ঘণ্টা খানেক পরেই আসে লঙ্কানদের টিম বাস। এই বাসকে ঘিরেই তৈরি হয় উৎসবের উপলক্ষ্য। ভক্ত-সমর্থকদের অপেক্ষা যেন ফুরোচ্ছিলই না। অনেক ভক্তরা উপস্থিত সাংবাদিকদের এসে জিজ্ঞেস করতে থাকেন কখন আসবেন শিরোপা জয়ী লঙ্কান ক্রিকেটাররা।


promotional_ad

এর আগেই লঙ্কান দলকে বরণ করতে লাল গালিচা পাতা হয়েছিল বাস পর্যন্ত। এর চারপাশে ছিলেন একঝাঁক বাদ্যকার। লঙ্কান দল গেট পেরুতেই দুই পাশে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণী ব্যাট হাতে গার্ড অব অনারও দিয়েছেন লঙ্কান ক্রিকেটারদের।


আরো পড়ুন

মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’

৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এর মধ্যেই নাচতে নাচতে ট্রফি নিয়ে গেট দিয়ে বেরিয়ে আসেন লঙ্কান দলের ম্যানেজার। এরপর সেই ট্রফি হাত বদলে চলে গেছে শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ী অধিনায়ক দাসুন শানাকার হাতে। ট্রফি হাতে তার উদ্যম নাচ উপস্থিত ভক্ত সমর্থকদের উদ্বেলিত করেছে।


এরপর একে একে বাকি ক্রিকেটাররাও শানাকার নাচে অংশ নিয়েছেন। ট্রফি নিয়ে বাসে উঠেও সেই নাচ থামেনি। বাদ্যকারদের ঢোলের তালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম তখন উৎসবের আবহ ছেয়ে গেছে। লাঙ্কানদের টিম বাস দুবাই স্টেডিয়ামের প্রধান গেট পার হওয়া পর্যন্তই বাসের পেছনে পেছনে গেছে সমর্থকদের ঢল।


এই উৎসব হয়তো শ্রীলঙ্কাতেও ছড়িয়ে গেছে। এবারের এশিয়া কাপের আয়োজক হয়েও অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের কারণে ভিনদেশ খেলতে আসতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে হারের পর আরেকটি বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা।


যদিও সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর ফাইনাল পর্যন্ত টানা পাঁচ জয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের আগে এই শিরোপাই লঙ্কানদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball