promotional_ad

কথা রাখলেন সিলভারউড

সংগৃহীত
promotional_ad
|| সৈয়দ সামি, দুবাই থেকে ||
 
এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে হারের পর তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়াই কঠিন হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড।
 
সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক তাকে বলেছিলেন, 'হার্ড লাক ক্রিস। আশা করি তোমরা ঘুরে দাঁড়াবে।' জবাবে সিলভারউড বলেছিলেন, 'অবশ্যই ঘুরে দাঁড়াবো।'
 
লঙ্কান কোচের এই দৃঢ়চেতা মনোবল পুরো দলকেই বদলে দিয়েছে। এরপর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে এসে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে সিলভারউডের দল।
 
এর মধ্যে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে প্রথম রাউন্ডের বদলা নেয় এশিয়া কাপের এবারের আসরের আয়োজকরা। এরপর শক্তিশালী ভারতকে ১ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
 
শুক্রবার তারা নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছে। এরই মধ্যে পাকিস্তানকে ১২১ রানে অল আউট করে ফাইনালের জন্য একটি বড় হুমকি দিয়ে রেখেছে। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালেও এটা বড় প্রেরণা হিসেবে কাজ করবে।
 
টি-টোয়েন্টিতে নিজেদের দল সাজাতে বেশ লম্বা সময় ধরেই নিজেদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শ্রীলঙ্কা। পরিকল্পনার প্রতিফলন দেখা গেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ দুই আসরে। লঙ্কানদের ঘরোয়া এই টুর্নামেন্টে দারুণ খেলে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন একঝাঁক ক্রিকেটার।
 
এর মধ্যে রয়েছেন ভানুকা রাজাপাকশে, চারিথা আশালাঙ্কারা। বিস্ময় পেসার মাহিস থিকশানা থেকে শুরু করে চামিকা করুনারত্নেদের উঠে আসার পেছনেও বড় ভূমিকা আছে এলপিএলের। সিলভারউড দায়িত্ব নেয়ার পর ঘরোয়া লিগের পারফর্মারদের গুরুত্ব দিচ্ছেন। বিশ্লেষকদের মতে তার এমন মানসিকতাই লঙ্কানদের বদলে দেয়ার নেপথ্যে রয়েছে।
 


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি


promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball