আসিফ-ফরিদকে শাস্তি দিলো আইসিসি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
৩ ঘন্টা আগে
এশিয়া কাপের ম্যাচ চলাকালে মাঠের মধ্যেই তর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের ব্যাটার আসিফ আলি ও আফগানিস্ত???নের পেসার ফরিদ আহমাদ। এমনকি বাজে শারীরিক ভাষাও দেখিয়েছেন উভয়েই। এমন কান্ডে এবার তাদের শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুই জনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি তাদের নামের পাশে যোগ করা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইসিসি।

সুপার ফোরের ম্যাচটিতে মাঠে উত্তেজনা সৃষ্টি হয় ১৯তম ওভারে। ১২৯ রান তাড়ায় শেষ ৯ বলে যখন ১৮ রান দরকার পাকিস্তানের, তখন ফরিদকে ছক্কা মেরে সমীকরণ সহজ করে দেন আসিফ। অবশ্য পরের বলে এই পেসারের স্লোয়ার বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি আসিফ। ধরা পড়েন শর্ট ফাইন লেগে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১৮ জুলাই ২৫
পাকিস্তানের ব্যাটারকে আউট করার পর আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন। প্যাভিলিয়নমুখী আসিফ তখন ঘুরে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে ফরিদের দিকে এগিয়ে যান।
ঝামেলা খুব বেশি দূর গড়ায়নি আম্পায়ার ও আফগানিস্তানের অন্য খেলোয়াড়রা এসে হস্তক্ষেপ করায়। মাঠের ঝামেলা সেখানেই থেমে গেছে। তবে ম্যাচ শেষে গ্যালারিতে ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় দুই দলের সমর্থকদের।
গ্যালারিতে আফগান সমর্থকরা তর্কে জড়ান পাকিস্তানের সমর্থকদের সঙ্গে। একটা পর্যায়ে সেটা রূপ নেয় মারামারি আর ভাঙচুরে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আফগান দর্শক গ্যালারির চেয়ার ভাঙচুর করছেন, একজন পাকিস্তান সমর্থককে পেটাতেও দেখা যায় সেই ভিডিওতে।