আফগানদের আচরণ শিখতে বললেন শোয়েব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১৮ জুলাই ২৫
একটা সময় পাকিস্তানের জার্সি গায়ে বাইশ গজে রীতিমতো আগুনের গোলা ছুড়তেন শোয়েব আখতার। সেই জার্সিটা অনেক আগেই তুলে রেখেছেন, তাই বাইশ গজে তার দেখা মেলে না। তবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর কথার গোলা ছুড়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।
বুধবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটারদের আচরণ এবং খেলা শেষে গ্যালারিতে তাদের সমর্থকদের ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই পেসার এতেই ক্ষান্ত হননি, কথা-কাটাকাটিতে জড়িয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহীর সঙ্গে।

সুপার ফোরের ম্যাচটিতে মাঠে উত্তেজনা সৃষ্টি হয় ১৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলীকে আউট করার পর আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন। প্যাভিলিয়নমুখী আসিফ তখন ঘুরে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে ফরিদের দিকে এগিয়ে যান।
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
৩ ঘন্টা আগে
ঝামেলা খুব বেশি দূর গড়ায়নি আম্পায়ার ও আফগানিস্তানের অন্য খেলোয়াড়রা এসে হস্তক্ষেপ করায়। তবে মাঠের ঝামেলা সেখানেই থেমে গেলেও গ্যালারিতে ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় দুই দলের সমর্থকদের।
ম্যাচ শেষে আফগান সমর্থকরা তর্কে জড়ান পাকিস্তানের সমর্থকদের সঙ্গে। একটা পর্যায়ে সেটা রূপ নেয় মারামারি আর ভাঙচুরে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আফগান দর্শক গ্যালারির চেয়ার ভাঙচুর করছেন, একজন পাকিস্তান সমর্থককে পেটাতেও দেখা যায় সেই ভিডিওতে।
শোয়েব বলেন, 'জাতি হিসেবে আমরা সব সময়ই আফগানিস্তানের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছি। আসিফ আলী আউট হওয়ার পর এটা তারা কী করল? কে তাকে ধাক্কা দিল, এমনকি গালিও দিল? তোমরা ক্রিকেট খেলো। নিজেদের আবেগ দেখাও। এ ধরনের ঔদ্ধত্য দেখিয়ো না। এ জন্যই স্রষ্টা তোমাদের শাস্তি দিচ্ছেন। আর এ কারণেই স্রষ্টা এক পাঠানের (নাসিম শাহ) ছক্কায় আরেক পাঠানকে হারিয়ে দিয়েছেন। তোমরা লজ্জিত হয়েছ এবং কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছ।’