ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলি হেলস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্লে-অফের জন্য বেয়ারস্টো-গ্লিসন-আসালঙ্কাকে দলে ভেড়ালো মুম্বাই
২০ মে ২৫
ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না জনি বেয়ারস্টোর। তার জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়েছে অ্যালেক্স হেলসের। লম্বা সময় পর ইংল্যান্ডের জাতীয় দলে ফিরলেন হেলস।
কয়েকদিন আগে লিডসে গলফ খেলতে গিয়েছিলেন বেয়ারস্টো। সেখানেই গলফ খেলার সময় পিছলে পড়ে পায়ের চোটে পড়েন এই উইকেট কিপার ব্যাটার। আর তাতেই কপাল খুলেছে হেলসের।

৩৩ বছর বয়সী হেলস শেষবার ইংল্যান্ড দলে খেলেন ২০১৯ বিশ্বকাপের আগে। দ্যা হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে অসাধারণ খেলার কারণে আবারও জাতীয় দলে ফিরলেন হেলস। আসরে ১৫২.৩৫ স্ট্রাইক রেটে ২৫৯ রান করেন ইংলিশ এই ওপেনার।
আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা
৭ জুলাই ২৫
বেয়ারস্টোর বদলি হিসেবে অবশ্য আরেক ওপেনার জেসন রয়কেও বিবেচনা করা হচ্ছিল। যদিও ফর্মে না থাকায় শেষ পর্যন্ত দলে জায়গা পাননি রয়।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড- জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড এবং অ্যালেক্স হেলস।
স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।