রোহিত-কোহলিদের ওয়ার্কলোডের ‘অজুহাত’ দেখাতে বারণ গাভাস্কারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গাভাস্কারের মুখে ‘স্টুপিড’ শুনে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন পান্ত
৩০ জুন ২৫
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ইতোমধ্যেই খাদের কিনারায় চলে গেছে ভারত। দলটির ফাইনালে ওঠার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। এমন অবস্থায় দলের ক্রিকেটারদের ধুয়ে দিলেন সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটার মনে করেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে কোনো কারণ ছাড়াই জাতীয় দলের হয়ে খেলেন না দলটির অনেক ক্রিকেটার।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন সাত অধিনায়কের অধীনে খেলেছে ভারত। 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' বিবেচনায় এক একটি সিরিজে এক একরকম দল নিয়েও খেলেছে তারা।

এবারের এশিয়া কাপের আগেও জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ভারত। সেখানে লোকেশ রাহুলের অধীনে যে দলটি খেলতে গেছে তার বেশীরভাগ ক্রিকেটারই এশিয়া কাপের স্কোয়াডে নেই। এমনটা দেখে ক্রুদ্ধ হন গাভাস্কার।
৮ বছর পর টেস্ট দলে ডসন
৪ ঘন্টা আগে
তার মতে, ক্রিকেটারদের এতো বেশি বিশ্রাম দেয়ায় জাতীয় দলে তাদের রসায়নটাই তৈরি হচ্ছে না। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাদের খেলানো হবে, নিজেদের মধ্যে রসায়ন গড়ে নিতে তারাই যেন এই সিরিজে দলে থাকে- এমনটাই প্রত্যাশা গাভাস্কারের।
তিনি বলেন, 'পরের সিরিজে এমন দল ঘোষণা করা উচিত যারা অস্ট্রেলিয়ায় যাবে এবং খেলবে। ওয়ার্কলোডের কথা বাদ দিন। যখন ভারতের হয়ে আপনি খেলবেন, তখন কোনো ওয়ার্কলোড নেই। আগামী ম্যাচগুলোতে সেরা দলই খেলাতে হবে।'
'জিম্বাবুয়ে সফরে এমন একটি দল ঘোষণা করা দরকার ছিল, যেখানকার বেশীরভাগ খেলোয়াড়ই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। এখন হুট করে আপনি দেখলেন ৪-৫ জন নতুন ক্রিকেটার চলে আসলো। অথচ জিম্বাবুয়ের সাথে যারা ভালো করল তারা শুধু একাদশ নয়, স্কোয়াডেই নেই। খেলোয়াড়দের মধ্যে রসায়ন আসতে তাই সময় লেগেছে।'