টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এই দলে ফিরিয়ে আনা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং কলিন অ্যাকারম্যানকে। দলটির নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস।


এই দলে আছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল। যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, তাই পেসারদের গুরুত্ব দিয়েই ঘোষণা করা হয়েছে দলটি। নেদারল্যান্ডসের পেস বোলিং লাইন আপে আছেন ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, লোগান ভ্যান বেক এবং পল ভ্যান মিকেরেন ও অ্যাকারম্যান।


promotional_ad

স্কোয়াড ঘোষণার সময় দলটির প্রধান কোচ রায়ান কুক বলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার উত্তেজনাপূর্ণ মিশ্রণের সাথে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছি।’


কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরিয়ে যায় নেদারল্যান্ডস। বাছাইপর্বের ফাইনালে জিম্বাবুয়ের কাছে হেরে গেলেও অস্ট্রেলিয়ায় টিকিট নিশ্চিত করে তারা।


অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে প্রথম রাউন্ডের বাধা পার হতে হবে তাদের। যেখানে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং নামিবিয়া।


নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball