মিরপুরে বাউন্সি উইকেট বানাচ্ছে বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফারুক ও নাফিসকে ধন্যবাদ দিলেন রিশাদ

১০ মে ২৫
ফারুক আহমেদ (বামে), রিশাদ হোসেন (মাঝে) ও শাহরিয়ার নাফিস (ডানে)

মিরপুর স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের হোম অব ক্রিকেট। ঘরের মাঠে খেলা বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হয় এই মাঠে। অথচ মিরপুরের উইকেট একেবারেই মন্থর গতির। যেখানে রান তুলতে বেগ পেতে হয় ব্যাটারদের। এমন উইকেটে লম্বা সময় ধরে খেলার ফলে দেশের বাইরে গিয়ে ফ্ল্যাট উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন না ব্যাটাররা। তাই এবার মিরপুরে্র একাডেমির নেটে দুটি বাউন্সি উইকেট বানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এমন উইকেট তৈরি হলে বোলাররা পেস, বাউন্সটা সঠিকভাবে পাবেন। বলা হচ্ছে-অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মিল পাওয়া যাবে এই উইকেটের। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস এসব তথ্য জানিয়েছেন।


promotional_ad

তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুটা-তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাবনা ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কিন্তু কংক্রিটের উইকেটে অনুশীলন করে। বেশ কয়েক বছর ধরে আমাদের জাতীয় দলের অনুশীলনে দেখছি খেলোয়াড়রা মার্বেল স্ল্যাবের ওপর ব্যাটিং করে। এতে বলের গতি বেশি থাকে এবং ভালো বাউন্স পাওয়া যায়।’


আরো পড়ুন

ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

৩ ঘন্টা আগে
হাসান আলী, শাদাব খান, নাসিম শাহ ও আজহার আলী

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের ধীর গতির ব্যাটিংয়ের পেছনে ব্যাটারদের মানসিকতাও অনেকাংশে দায়ী। কারণ ঘরের মাঠে খেলা টি-টোয়েন্টিগুলোতে ১৫০-১৬০ রান তোলাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। বিশেষ করে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের উইকেটে ব্যাটারদের জন্য বাড়তি কিছুই নেই। এমন উইকেটে লম্বা সময় ধরে খেলার ফলেই দেশের বাইরে গিয়ে নিজেদের মানিয়ে নিতে হিমশিম খেতে হয় ব্যাটারদের।


নাফিস বলেন, 'আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। সেখানে আমরা দেখি বেশিরভাগ উইকেটে পেস এবং বাউন্স থাকে। তো ওই পেস বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। তো আমাদের ব্যাটারদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটে অনুশীলনের সুযোগ হবে। গ্রাউন্ডস বিভাগ এ দুটো উইকেট বানাচ্ছে।’


‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতেও আমরা দেখেছি উইকেট ফ্ল্যাট থাকে। বল সুন্দর করে ব্যাটে আসে, এটা ওটাকে রেপ্লিকেট করবে। পরবর্তীতে দুটো অ্যাস্ট্রোটার্ফ উইকেট করারও পরিকল্পনা আছে, যেটা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দেশের সঙ্গে মিল থাকবে।'-তিনি আরও যোগ করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball